TRENDING:

Damayanti Sen: কলকাতা পুলিশ থেকে সরানো হল হলেন দময়ন্তী সেনকে! রুটিন বদলি, দাবি সরকার সূত্রের

Last Updated:

অতীতে পার্ক স্ট্রিট কাণ্ডের তদন্তেই শিরোণামে উঠে এসেছিলেন দময়ন্তী সেন৷ সেই সময় তিনিই প্রথম জোরের সঙ্গে বলেছিলেন, পার্ক স্ট্রিটের ওই ঘটনায় গণধর্ষণের শিকার হয়েছেন নির্যাতিতা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ফের বদলি করা হল আইপিএস অফিসার দময়ন্তী সেনকে৷ কলকাতা পুলিশের স্পেশ্যাল কমিশনার ২ পদে কর্মরত ছিলেন দময়ন্তী সেন৷ তাঁকে রাজ্য পুলিশের এডিজি ট্রেনিং পদে বদলি করা হয়েছে৷ সংশ্লিষ্ট মহলের মতে, দময়ন্তীকে যে পদে পাঠানো হল তা তাঁর বর্তমান পদের তুলনায় অনেকটাই গুরুত্বহীন৷
রাজ্য পুলিশে বদলি করা হল দময়ন্তী সেনকে৷
রাজ্য পুলিশে বদলি করা হল দময়ন্তী সেনকে৷
advertisement

যদিও দময়ন্তী সেনের এই বদলির মধ্যে অন্য কোনও তাৎপর্য নেই বলেই সরকারের শীর্ষ স্তরের স্তরের দাবি৷ রাজ্য সরকার সূত্রে খবর, দময়ন্তী সেনকে রুটিন বদলি করা হয়েছে৷

আরও পড়ুন: বড় খবর! কলকাতা ট্রাফিক পুলিশদের জন্যে বিশেষ উপহার! নয়া পদক্ষেপ নিচ্ছে লালবাজার

অতীতে পার্ক স্ট্রিট কাণ্ডের তদন্তেই শিরোণামে উঠে এসেছিলেন দময়ন্তী সেন৷ সেই সময় তিনিই প্রথম জোরের সঙ্গে বলেছিলেন, পার্ক স্ট্রিটের ওই ঘটনায় গণধর্ষণের শিকার হয়েছেন নির্যাতিতা৷ সেই সময় তদন্তকারী অফিসার হিসেবে প্রভাবশালী অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সমাজের বিভিন্ন স্তরের প্রশংসা কুড়িয়েছিলেন এই আইপিএস অফিসার৷

advertisement

ওই ঘটনার পর থেকেই দময়ন্তীর উপরে একাধিকবার আস্থা রেখেছে আদালতও৷ কাকদ্বীপে জোড়া খুন, মাটিয়া, মালদহ, বাঁশদ্রোণী, দেগঙ্গার চারটি ধর্ষণের ঘটনাতেও গত বছর দময়ন্তী সেনের নজরদারিতে তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ সম্প্রতি কালিয়াগঞ্জের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগের ঘটনায় দময়ন্তীর নজরদারিতে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ ফলে আচমকা দময়ন্তীর এই বদলিতে ফের পুলিশ, প্রশাসনের শীর্ষ স্তরেও শোরগোল পড়ে গিয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সরকারি যে আদেশনামায় দময়ন্তী সেনের বদলির নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে শুধুমাত্র তাঁকেই বদলির নির্দেশ দেওয়া হয়েছে৷ অন্য কোনও আইপিএস অথবা সিনিয়র অফিসারের নাম ওই তালিকায় নেই৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Damayanti Sen: কলকাতা পুলিশ থেকে সরানো হল হলেন দময়ন্তী সেনকে! রুটিন বদলি, দাবি সরকার সূত্রের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল