TRENDING:

IPL Betting in Kolkata: শহরে বেটিং চক্র পর্দা ফাঁস করল সিআইডি 

Last Updated:

গ্রেফতার দুই পান্ডা সহ একুশ জন৷ উদ্ধার মোবাইল, কম্পিউটার, ডেস্কটপ সহ বেটিং চক্রর সামগ্রী 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বেটিং চক্র পর্দা ফাঁস করল সিআইডি! বেটিংয়ের মূল দুই পান্ডা সিআইডির জালে। রবিবার ফাইনাল ম্যাচ চলাকালীন কলকাতা শহরে বেটিং চক্র ফাঁস করল সিআইডি! সেই সময় কয়েকজনকে জেরা করে  সিআইডি। তাদেরকে জেরা করে আইপিএলের বেটিং চক্রে সিআইডি  গ্রেফতার  করল দুই মূল পান্ডাকে। সিআইডি সূত্রে খবর, ধৃতদের নাম দিলীপ সাউ, দীপক হাজরা। বসিরহাট এলাকায় বাড়ি দীপকের এবং মানিকতলায় বাড়ি দিলীপের। সিআইডি উদ্ধার করে ল্যাপটপ, মোবাইল, ডেস্কটপ সহ বেটিংয়ের সামগ্রী। এই বেটিং চক্রে মোট গ্রেফতার একুশ জন জালিয়াতরা।
advertisement

আরও পড়ুন Kolkata Crime News: বেলেঘাটায় সিন্ডিকেট ‘দাদাগিরি’? ইমারতি সামগ্রির বরাত না দেওয়ায় আক্রান্ত ব্যবসায়ী, গ্রেফতার ২ 

সিআইডি সূত্রে খবর, ধৃত দীপক ও দিলীপ দুই পান্ডা বহু বছর ধরে বেটিং চক্রে জড়িত। ধৃতদের মঙ্গলবার আদালতে পেশ করে সিআইডি নিজেদের হেফাজতে নেয়৷ এই ঘটনায় আর কারা জড়িত সেই বিষয়টি জানার চেষ্টা করবে সিআইডি। বেটিং চক্রে এর আগে কলকাতা পুলিশ কিছু জনকে গ্রেফতার করেছিল।  সিআইডির কাছে খবর ছিল এই দিলীপ ও দীপক বহু দিন ধরে বেটিং চক্র চালাচ্ছে। রবিবার আইপিএলের ম্যাচ চলাকালীন কিছু জনের হদিশ পায় সিআইডি। তার আগে কয়েকজনকে গ্রেফতার করেছিল সিআইডি। কিন্তু সেই সাগরেদরা সিআইডি জালে ধরা পড়লেও নেপথ্যে ছিল বড় কোনও মাথা। আর তার হদিস পেতে চাইছিল সিআইডি।

advertisement

আরও পড়ুন WB High Madrasah Result 2022: "মেয়ে আরও পড়ুক, আরও বড় হোক," চাইছেন রাজ্য মাদ্রাসা পরীক্ষায় দ্বিতীয় স্থানাধিকারী ইমরানার মা-বাবা

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

শেষ পর্যন্ত উনিশকে গ্রেফতার করে দফায় দফায় জেরা করা হয়। জেরা করে উঠে আসে দিলীপ ও দীপকের নাম। এরপর সিআইডি আধিকারিকরা  তল্লাশি অভিযান করে। পৌঁছে যান মানিকতোলা ও বসিরহাটে। সেখানে থেকে গ্রেফতার হয় দিলীপ ও দীপক। এখনও পর্যন্ত কতগুলি ম্যাচে বেটিং করেছে? কত টাকার বেটিং? কতজন জড়িত? বেটিংয়ে আর কোনও বড় মাথা জড়িত কিনা জানতে চায় সিআইডি। সিআইডি অধিকারিকরা ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে এই বেটিং চক্র মূলে পৌঁছাতে চাইছেন। কারণ শহর কলকাতায় বেটিং চক্রে আর কোনও মাথা জড়িত তা জানার চেষ্টা করছে সিআইডি তদন্তকারীরা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
IPL Betting in Kolkata: শহরে বেটিং চক্র পর্দা ফাঁস করল সিআইডি 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল