TRENDING:

Kolkata Police: তৈরি 'ইনভেস্টিগেশন ফান্ড'! কলকাতা পুলিশের তদন্তকারী অফিসারদের কী সুবিধা দেবে এটি

Last Updated:

Kolkata Police: থানার অফিসাররা বাইরে গেলে খরচ  বাবদ যে সামান্য টাকা বরাদ্দ অনুযায়ী পাওয়া কথা, ফিরে এসে তা হাতে পেতেও নানান ঝক্কি পোহাতে হত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এ বার আর ভিন রাজ্যে পাড়ি দিতে হলে ভাবতে হবে না কলকাতা পুলিশের তদন্তকারী অফিসারদের। কাজে লাগানো যাবে লালবাজারের তৈরি করা ‘ইনভেস্টিগেশন ফান্ড’। তদন্তের প্রয়োজনে ব্যবহারের জন্য ফান্ড বাবদ পর্যাপ্ত পরিমাণ টাকা আগেই পাঠিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেক ডিসি’দের। ফান্ড শেষ হলে লালবাজারের থেকে পুনরায় ফান্ড দেওয়া হবে ডিসিদের লালবাজার সূত্রে খবর।
advertisement

চুরি ডাকাতি খুন বা প্রতারণার ঘটনায় তদন্তের স্বার্থে ভিন রাজ্যে পাড়ি দিতে হয় কলকাতা পুলিশকে। একাধিক মামলায় অপরাধীর ডেরার সন্ধান পেতে ভিন রাজ্যে গিয়ে তল্লাশি ও চালাতে হয় কলকাতা পুলিশের বিভিন্ন থানার তদন্তকারী দলদের। খুনের ঘটনা হোক কিংবা কোনও প্রতারণার চক্র, ইদানিংকালে ঘটে যাওয়া একাধিক ঘটনায় ভিন রাজ্যে পাড়ি দিতে হয়েছে কলকাতা পুলিশের থানার আধিকারিকদের। কিন্তু ভিন রাজ্যে পাড়ি দেওয়ার জন্য অথবা সেখানে গিয়ে তল্লাশি বা তদন্ত করার জন্যে কলকাতা পুলিশের বিভিন্ন থানার আধিকারিকদের একটি মোটা টাকার ফান্ড প্রয়োজন হয়।

advertisement

অনেক সময়ে ভিন রাজ্যে পাড়ি দেওয়ার জন্য অর্থের অভাবে একাধিক সমস্যায় পড়তে হয় তাঁদের। পুলিশ সূত্রের খবর, কলকাতা পুলিশের গোয়েন্দা দফতরে আধিকারিকদের জন্য ভিন্ন রাজ্যে যাওয়ার ফান্ড বরাদ্দ থাকলেও থানার তদন্তকারী দলের ভিন্ন রাজ্যে যাওয়ার জন্য কোনও ফান্ড বরাদ্দ থাকত না।

আরও পড়ুন, বিরোধী ঐক্য গড়তে কোমর বেঁধে নেমেছেন নীতীশ! কেজরির পরে বৈঠক রাহুল-খাড়্গের সঙ্গে

advertisement

আরও পড়ুন, নজরে মমতা-কেজরিওয়াল বৈঠক, মোদি বিরোধী মহাজোটের ভিত মজবুত করাই কি লক্ষ্য?

কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের জন্য ফান্ড বরাদ্দ থাকলেও, থানার তদন্তকারী দল বাইরের যাওয়ার জন্য সে ভাবে কোনও ফান্ড ছিলনা বলেই সূত্রের খবর। থানার অফিসাররা বাইরে গেলে খরচ  বাবদ যে সামান্য টাকা বরাদ্দ অনুযায়ী পাওয়া কথা, ফিরে এসে তা হাতে পেতেও নানান ঝক্কি পোহাতে হত। অনেক ক্ষেত্রে তদন্তকারী দলের মধ্যে থাকা পুলিশ কর্মীদের পদমর্যাদা অনুযায়ী বৈষম্য থাকার কারণেও সমস্যা দেখা দিত।

advertisement

এছাড়াও আরও নানা ধরনের টেকনিক্যাল সমস্যা ছিল। এ সব ঝক্কি এড়াতে অনেক সময় সহজ উপায় হিসাবে অভিযোগকারীদের কাছেই অর্থের যোগান দেওয়ার জন্য সাহায্য চাওয়া হয়। থাকা-খাওয়া বাবদ খরচের টাকা নেওয়া হত, এমন অভিযোগ বিভিন্ন সময়ে সামনে উঠে এসেছে।।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

যে কোনও অভিযানে ভিন রাজ্যে যাওয়ার প্রয়োজন হলেই দুশ্চিন্তায় পড়তেন রাজ্য পুলিশের মতই কলকতার পুলিশের অফিসাররাও। থাকা-খাওয়া, এমনকি ভিন রাজ্যে পৌঁছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার খরচ কোথা থেকে আসবে, কী ভাবে আসবে, এ সব নিয়ে বেশ ভাবনা চিন্তা করতে হত। কলকাতায় ফিরে এসে বিল জমা করলে কত দিনে খরচের টাকা পকেটে ফিরবে, কতটা ফিরবে, পুলিশ অফিসারদের তা নিয়েও ছিল দুঃচিন্তা। হাই প্রোফাইল কেস হলে, এত ভাবারও অবকাশ থাকত না। গাঁটের কড়ি খরচ করেই ভিন রাজ্যে যেতে হয় অফিসারদের। তবে এ বার সেই সমস্যার সমাধান হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Police: তৈরি 'ইনভেস্টিগেশন ফান্ড'! কলকাতা পুলিশের তদন্তকারী অফিসারদের কী সুবিধা দেবে এটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল