TRENDING:

এবার, অফলাইন মোডেও চুটিয়ে নেট সার্ফ করুন !

Last Updated:

এবার থেকে, অফলাইন মোডেও চুটিয়ে নেট সার্ফ করুন !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: একটা জরুরি মেল করতে হবে! হাতে মোবাইল আছে, অথচ ইন্টারনেট কানেকশন নেই! কী করবেন? মাথায় হাত!
advertisement

এবার টেনশন শিকেয় তুলুন! গুগল ক্রোমের নতুন ভার্সনে থাকছে এমন ফিচার যাতে অফলাইন মোডেও আপনি ইন্টারনেটের সুবিধে পাবেন! আপনার ব্রাউজিং হিস্ট্রি, অবস্থান ইত্যাদির উপর নির্ভর করে গুগল আগে থেকেই অনেক ডেটা সেভ করে রাখবে, যারফলে নেট কানেকশন না থাকলেও আপনি অনায়াসে আপনার ডেটা অ্যাক্সেস করতে পারবেন।

গুগলের 'অফলাইন ক্রোম ফর অ্যান্ড্রয়েড'-এর প্রোডাক্ট ম্যানেজার আমান্দা বোস জানিয়েছেন, ইন্টারনেট কানেকশন ব্যাহত হলেও এবার অ্যান্ড্রয়েড ফোনে ইন্টারনেট ব্যবহার করা যাবে। ভারতে তো বটেই, নাইজেরিয়া বা ব্রাজিলের মতো অনেক দেশেই মিলবে এই ফিচার। ক্রোমের এই নয়া ভার্সন ডাউনলোড করা যাবে প্লে-স্টোর থেকে ।

advertisement

আরও পড়ুন-ফেসবুকে কতটা সময় নষ্ট হচ্ছে জানিয়ে দেবে ফেসবুকই

বাংলা খবর/ খবর/কলকাতা/
এবার, অফলাইন মোডেও চুটিয়ে নেট সার্ফ করুন !