ফেসবুকে কতটা সময় নষ্ট হচ্ছে জানিয়ে দেবে ফেসবুকই

Last Updated:

এই নতুন ব্যবস্থাই আপনাকে বলে দেবে কতটা সময় এই সোশ্যাল মিডিয়ায় কাটাচ্ছেন আপনি ৷ নতুন ফিচারের মাধ্যমে আপনি নির্দিষ্ট সময় বেধে দিতে পারবেন ফেসবুকের জন্য ৷

#ক্যালিফোর্নিয়া: ফেসবুকে ঘনঘন লগ-ইন হন ? দিনের বেশি সময়টা কেটে যায় এর-ওর প্রোফাইল ঘেঁটে ? বা নিজের ফেসবুকে বারে বারে ছবি পরিবর্তন, স্টেটাস আপডেট ? নিট ফল, দিনের অনেকটা সময় কেটে যায় ফেসবুক নিয়েই ৷ এসবের পর মন হয় তো খমখা নষ্ট হল সময় ৷ কিন্তু কিছুতেই তাতে লাগাম টানতে পারছেন না ? এবার তার সাহায্য করবে ফেসবুকই ৷ 'ইয়োর টাইম ওন ফেসবুক' বলে আসছে ফেসবুকের নতুন ফিচার ৷
এই নতুন ব্যবস্থাই আপনাকে বলে দেবে কতটা সময় এই সোশ্যাল মিডিয়ায় কাটাচ্ছেন আপনি ৷ নতুন ফিচারের মাধ্যমে আপনি নির্দিষ্ট সময় বেধে দিতে পারবেন ফেসবুকের জন্য ৷ সেই সময় অতিক্রম হলেই আপনাকে জানান দেবে 'ইয়োর টাইম ওন ফেসবুক' ৷ শুধু তাই নয়, ফেসবুক নোটিফিকেশনও আয়ত্ত্বে রাখতে সাহায্য করবে এই নতুন ফিচার ৷ সাত দিন অন্তর সপ্তাহের ফেসবুকে কাটানো গড় সময়টাও জেনে যাবেন আপনি ৷
advertisement
advertisement
এছাড়া ফেসবুকে বিজ্ঞাপনের সময় কমানো হবে, যাতে এই সোশ্যাল মিডিয়া ব্যবহারে মানুষের কোন বিরক্তি না আসে ৷ তবে ফেসবুকে মজে থাকুন, কিন্তু একে নিজের নেশা বানাবেন না, বলছে ফেসবুকও ৷ তাই তো এই সময় মাপার ব্যবস্থা করছে কর্তৃপক্ষও ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
ফেসবুকে কতটা সময় নষ্ট হচ্ছে জানিয়ে দেবে ফেসবুকই
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement