আবিষ্কৃত হল চালের দানার থেকেও ছোট কম্পিউটার!

Last Updated:

আবিষ্কৃত হল চালের দানার থেকেও ছোট কম্পিউটার! আকার মাত্র ০.‌৩ মিলিমিটার

#আমেরিকা: বিবর্তণের রাস্তা ধরে সেই পিঠমোটা কম্পিউটারে কত না পরিবর্তন এল! হালে, সেরা চমক দিল মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তৈরি করল, বিশ্বের সব থেকে ছোট কম্পিউটার। চালের দানার থেকেও ছোট, আকারে মাত্র ০.‌৩ মিলিমিটার। নাম দেওয়া হয়েছে 'মিশিগান মাইক্রো মোট'।
দেখতে অত্তটুকুন হলে কী হবে! কাজে এক্সপার্ট! রয়েছে র‌্যাম, প্রসেসর, ওয়েভ ট্রান্সমিটার, রিসিভার, ফোটোভলটাইক্‌সের মতো যন্ত্রপাতি। যন্ত্রটি ক্যান্সারের চিকিৎসায়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ! কারণ, এতে রয়েছে প্রিসিশন টেম্পারেচার সেন্সর যা মানুষের শরীরে টিউমার এবং সাধারণ টিস্যুর তাপমাত্রার তারতম্য ধরতে পারবে।
তবে, যে-কোনও ভাল কিছুর, কিছু না কিছু খুঁত তো থাকবেই! 'মিশনগান মাইক্রো মোট'-এরও রয়েছে তেমনি কিছু 'সাইড-এফেক্ট'! ডেস্কটপ যেমন পাওয়ার ব্যাকআপ ছাড়াই প্রোগ্রাম ডেটা ফের খুঁজে নিতে পারে, এই যন্ত্রটি তা পারে না।  সুইচ বন্ধ হওয়ার সঙ্গেসঙ্গেই সব প্রোগ্রাম ডেটা হারিয়ে যাবে। এত ছোট যন্ত্রে কনভেনশনাল রেডিও অ্যান্টেনা বসানো সম্ভব হয়নি। তাই আলোর মাধ্যমেই আদানপ্রদান করতে হবে তথ্য।
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
আবিষ্কৃত হল চালের দানার থেকেও ছোট কম্পিউটার!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement