TRENDING:

Indigo Flight Cancel Row: ইন্ডিগোর যাত্রীদের দুর্ভোগ চরমে! টানা চতুর্থ দিনেও কলকাতা বিমানবন্দর থেকে একের পর এক বিমান বাতিল

Last Updated:

Indigo Flight Cancel Row: ইন্ডিগো এয়ারলাইন্সের দুর্ভোগ এখনও অব্যাহত। শুক্রবারও ইন্ডোগো বিমানের একই রকম সমস্যা চলছে। বরং সমস্যা আরও বেড়ে গিয়েছে বলেই প্রমাণ মিলছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ইন্ডিগো এয়ারলাইন্সের দুর্ভোগ এখনও অব্যাহত। শুক্রবারও ইন্ডোগো বিমানের একই রকম সমস্যা চলছে। বরং সমস্যা আরও বেড়ে গিয়েছে বলেই প্রমাণ মিলছে। শুক্রবার সকালেই পর পর ৯টি ফ্লাইট বাতিল করে ইন্ডিগো। মুম্বই, বাগডোগরা, চেন্নাই, পোর্ট ব্লেয়ার, শিলচর, ইম্ফল, দিল্লি, পটনার বিমান বাতিল হয়েছে। যাত্রীদের সুবিধার্থে হেল্পলাইন নম্বর চালু করেছে বিমান সংস্থা। 0124-4973939-033-2569 1167 নম্বর দুটি দেওয়া হয়েছে।
যাত্রী হয়রানি
যাত্রী হয়রানি
advertisement

কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, উনিশটা ফ্লাইট অস্বাভাবিক দেরিতে চলছে। গত ৪ দিন ধরে অনবরত চলতে থাকা এই সমস্যায় বিরাট দুর্ভোগে পড়েছেব যাত্রীরা। ইম্ফলের এক বাসিন্দা ফন তাঁর বন্ধুদের সঙ্গে কলকাতায় ঘুরতে এসেছিলেন। শুক্রবার ৭:২৫-এ ইমফলের ফ্লাইট ছিল। বিমানবন্দরে এসে জানতে পারেন প্লেন বাতিল হয়েছে। ট্রেনে করে অথবা বাসে করে ফেরার চেষ্টায় কালঘাম ছুটছে তাঁর। ফনের মতোই এরকম একাধিক মানুষ সমস্যায় পড়েছেন।

advertisement

আরও পড়ুন: দমদম জংশনে লাইনের কাজের জের, একাধিক ট্রেন বাতিল-সময়সূচি বদল! তালিকায় কোন কোন ট্রেন? বড় আপডেট জানুন

ইন্ডিগো এয়ারলাইন্স নেটওয়ার্ক জুড়ে অপারেশনাল জটিলতার কারণে টানা চতুর্থ দিন ৫০০টিরও বেশি ফ্লাইট বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারে দেশের বৃহত্তম এই এয়ারলাইন্সের আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিষেবাগুলি অপারেশনাল জটিলতার শিকার হয়েছে। যার মধ্যে শুধু দিল্লি বিমানবন্দর থেকেই বাতিল হয়েছে ১৭২টি ফ্লাইট।

advertisement

আরও পড়ুন: কাফ মাসলকে শরীরের ‘দ্বিতীয় হৃৎপিণ্ড’ বলা হয়, যত্ন নিতে কিছু করেন? জানুন চিকিৎসকের মত

চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে বাতিল হয়েছে ইন্ডিগোর অন্তত ৩০টি বিমান। একই অবস্থা হায়দরাবাদেরও। সেখান থেকে মোট ৩৩টি উড়ান বাতিল করেছে বিমান সংস্থাটি। গোটা ঘটনায় পদক্ষেপ করেছে অসামরিক বিমান পরিবহন নিয়ামক সংস্থা (ডিজিসিএ)। ইতিমধ্যেই তারা ইন্ডিগোর কর্তাদের সমন পাঠিয়েছে বলে খবর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বারুইপুরের স্কুল থেকে গ্যাস সিলিন্ডার-বাসন চুরি! কাঠ জ্বালিয়ে রান্না হচ্ছে মিড ডে মিল
আরও দেখুন

অভিজিৎ চন্দ

বাংলা খবর/ খবর/কলকাতা/
Indigo Flight Cancel Row: ইন্ডিগোর যাত্রীদের দুর্ভোগ চরমে! টানা চতুর্থ দিনেও কলকাতা বিমানবন্দর থেকে একের পর এক বিমান বাতিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল