TRENDING:

Indian Railways: পুজোয় এবার ট্রেনে চেপে কলকাতা থেকে সোজা আইজল, কোন স্টেশন থেকে কখন ট্রেন? ভারতীয় রেলের বড় উপহার

Last Updated:

Indian Railways: দিল্লি, গুয়াহাটি এবং কলকাতার সঙ্গে আইজলকে সংযুক্ত করার জন্য তিন জোড়া নতুন ট্রেন পরিষেবা চালু করছে ভারতীয় রেল। কলকাতার টাইমটেবিল জানুন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভারতীয় রেলওয়ে আনন্দের সঙ্গে আইজলের সাইরাং স্টেশন থেকেতিন জোড়া নতুন ট্রেন পরিষেবা চালু করার ঘোষণা করছে। এই ট্রেনগুলি মিজোরাম রাজ্যের রাজধানী ও দেশের গুরুত্বপূর্ণ গন্তব্যস্থলগুলির মধ্যে যোগাযোগ ব্যাপকভাবে উন্নত করবে। তিন জোড়া ট্রেনের উদ্বোধন আগামিকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করবেন। তারপরে নির্দিষ্ট তারিখ থেকে নিয়মিতপরিষেবা শুরু হবে।
* পুজোয় এবার ট্রেনে চেপে কলকাতা থেকে সোজা আইজল
* পুজোয় এবার ট্রেনে চেপে কলকাতা থেকে সোজা আইজল
advertisement

ট্রেন নং. ০২৫০৭ (সাইরাং – আনন্দ বিহার টার্মিনাল) উদ্বোধনী রাজধানী এক্সপ্রেস তার উদ্বোধন স্পেশ্যাল ট্রেন সাইরাং স্টেশন থেকে১৩-০৯-২০২৫ (শনিবার) তারিখে পরীক্ষামূলকভাবে ১০:০০ ঘণ্টায় শুরু করবে এবং ১৫-০৯-২০২৫ (সোমবার) তারিখে ৭:৩০ ঘন্টায় আনন্দ বিহার টার্মিনাল পৌঁছবে। এরপর, ১৯.০৯.২০২৫ তারিখ থেকে, ট্রেন নং. ২০৫০৭ (সাইরাং – আনন্দ বিহার টার্মিনাল) রাজধানী এক্সপ্রেসের নিয়মিত পরিষেবা প্রত্যেক শুক্রবার ১৬:৩০ ঘন্টায় সাইরাং থেকে রওনা দেবে এবং রবিবার ১০:৫০ ঘন্টায় আনন্দ বিহার টার্মিনাল পৌঁছবে।

advertisement

আরও পড়ুন: সমুদ্র থেকে ভেসে এল সে! দিঘার বিচে ওটা কী! ছুটতে-ছুটতে সৈকতে যাচ্ছেন পর্যটকরা! বেনজির ঘটনা দিঘায়

একইভাবে, ট্রেন নং. ২০৫০৮ (আনন্দ বিহার টার্মিনাল – সাইরাং) রাজধানী এক্সপ্রেস ২১.০৯.২০২৫ তারিখ থেকে প্রত্যেক রবিবারে আনন্দ বিহার টার্মিনাল থেকে ১৯:৫০ ঘন্টায় রওনা দিয়ে মঙ্গলবার ১৫:১৫ ঘন্টায় সাইরাং পৌঁছবে। ট্রেনগুলি যাত্রাপথে বদরপুর জং, গুয়াহাটি, নিউ জলপাইগুড়ি, ভাগলপুর হয়ে চলবে।• ট্রেন নং. ০৫৬০৯ (ভৈরবী-সাইরাং) স্পেশ্যাল ভৈরবী থেকে ১৩-০৯-২০২৫ (শনিবার) তারিখে ১০:০০ ঘণ্টায় রওনা দিয়ে ১১:১৫ ঘন্টায় সাইরাং পৌঁছবে। এরপর, এই ট্রেনটি ট্রেন নং. ০৫৬১০(সাইরাং-গুয়াহাটি) স্পেশ্যাল হিসেবে ১২:৩০ ঘণ্টায় সাইরাং থেকে তার উদ্বোধনী যাত্রা শুরু করবে এবং পরের দিন ২:৩০ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছবে।

advertisement

আরও পড়ুন: যাদবপুরের ক্যাম্পাসে রাতে কী হয়েছিল? পুলিশের নজরে বিশেষ কেউ? ছাত্রীর রহস্যমৃত্যুতে বিরাট চাঞ্চল্য

এরপর, ১৩.০৯.২০২৫ তারিখ থেকেই ট্রেন নং. ১৫৬০৯ (গুয়াহাটি – সাইরাং) এক্সপ্রেস প্রত্যেকদিনে গুয়াহাটি থেকে ১৯:০০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ০৮:৩০ ঘণ্টায় সাইরাং পৌঁছবে। একইভাবে, ট্রেন নং. ১৫৬১০ (সাইরাং – গুয়াহাটি) এক্সপ্রেস ১৪.০৯.২০২৫ তারিখ থেকে প্রত্যেকদিনে সাইরাং থেকে ১৯:০০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ০৮:৩০ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছবে।• এক্সপ্রেস ট্রেন নং. ০৩১২৬-এর উদ্বোধনী যাত্রা ১৩-০৯-২০২৫তারিখের ১০:০০ ঘণ্টায় শুরু হবে এবং পরের দিন ১৭:০০ ঘণ্টায় কলকাতা পৌঁছবে। এরপর, ১৬.০৯.২০২৫ তারিখ থেকে, ট্রেন নং.১৩১২৫ (কলকাতা – সাইরাং) ত্রি-সাপ্তাহিক এক্সপ্রেসের নিয়মিত পরিষেবা প্রতি শনিবার, মঙ্গলবার এবং বুধবার ১২:২৫ ঘন্টায় কলকাতা থেকে রওনা দিয়ে পরের দিন ১৯:৪৫ ঘণ্টায় সাইরাংপৌঁছাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

একইভাবে, ১৮.০৯.২০২৫ তারিখ থেকে, ট্রেন নং. ১৩১২৬ (সাইরাং – কলকাতা) ত্রি-সাপ্তাহিক এক্সপ্রেস প্রতি সোমবার, বৃহস্পতিবার এবং শুক্রবার ০৭:১৫ ঘণ্টায় সাইরাং থেকে রওনা দিয়ে পরের দিন ১৪:৩০ ঘণ্টায় কলকাতা পৌঁছবে। ট্রেনগুলি বদরপুর জং., গুয়াহাটি, গোয়ালপাড়া টাউন, গোলকগঞ্জ, নিউ জলপাইগুড়ি, মালদা টাউন হয়ে গন্তব্যস্থল পৌঁছবে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Railways: পুজোয় এবার ট্রেনে চেপে কলকাতা থেকে সোজা আইজল, কোন স্টেশন থেকে কখন ট্রেন? ভারতীয় রেলের বড় উপহার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল