পাঁচটি ট্রেন যেমন ১২৩৩৭/১২৩৩৮ হাওড়া – বোলপুর – হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস , ১২৩৩৯/১২৩৪০ হাওড়া – ধানবাদ – হাওড়া কোলফিল্ড এক্সপ্রেস, ১২৩৪১/১২৩৪২ হাওড়া – আসানসোল – হাওড়া অগ্নিবীণা এক্সপ্রেস , ১৩০১১/১৩০১২ হাওড়া – মালদা – হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস এবং ০৩০৪৭/০৩০৪৮ হাওড়া – রামপুরহাট – হাওড়া বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনগুলিতে লাগছে একটি করে অতিরিক্ত দ্বিতীয় শ্রেণীর চেয়ার কার। এই অতিরিক্ত কোচের সংযোজন ২৭ থেকে ৩০ নভেম্বরের মধ্যেই উভয় প্রান্ত থেকে কার্যকর হবে।
advertisement
এছাড়াও, ১৩০৪৫/১৩০৪৬ হাওড়া – দেওঘর – হাওড়া ময়ূরাক্ষী এক্সপ্রেসে লাগছে একটি অতিরিক্ত সাধারণ দ্বিতীয় শ্রেণীর রিজার্ভড কোচ। এই ট্রেনে অতিরিক্ত কোচ সংযুক্তি হাওড়া থেকে ৩০ নভেম্বর এবং দেওঘর প্রান্ত থেকে ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
আরও পড়ুন : ফোনে GPS দেখে ড্রাইভিং করে সব শেষ! ভাঙা সেতু থেকে ৫০ ফুট নীচে নদীতে পড়ল গাড়ি! নিহত ৩
২২৩২১/২২৩২২ হাওড়া – সিউড়ি – হাওড়া হুল এক্সপ্রেসে যাত্রীদের জন্য আরও সুখবর। তাঁরা পাচ্ছেন একটি অতিরিক্ত এসি ৩ টায়ার কোচের সংযোজন। এতদিন পর্যন্ত এই গাড়িতে যাত্রীরা কেবলমাত্র বসেই যাতায়াত করতে পারতেন, কিন্তু এখন এসি ৩ টায়ার কোচের সংযোজনের ফলে যাত্রীরা শুয়ে অথবা ঘুমিয়ে যাতায়াত করতে পারবেন। অতিরিক্ত কোচের সংযুক্তির ফলে হুল এক্সপ্রেসের কোচ সংখ্যাও ১৩টি কোচ থেকে ১৪ টি কোচে বৃদ্ধি পেল। এই এসি ৩ টায়ার কোচের সংযোজন উভয় প্রান্ত থেকেই ৩০শে নভেম্বর থেকে কার্যকর হবে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, নিত্যযাত্রীদের চাহিদা পূরণে পূর্বরেল সর্বদাই সচেষ্ট। সময়বিশেষে দ্বিতীয় শ্রেণীর অতিরিক্ত কোচ সংযোজনের ফলে সাধারণ যাত্রীরা সাশ্রয়কারী যাতায়াতের মাধ্যম হিসেবে রেলের উপর বিশেষ নির্ভরশীল।