একইভাবে, ট্রেন নং. ০২৫২৬ (আনন্দ বিহার-কামাখ্যা) স্পেশ্যাল ১৮ ফেব্রুয়ারি থেকে ২৮ জুলাই, ২০২৪ পর্যন্ত প্রত্যেক রবিবার ১৭.২০ ঘন্টায় আনন্দ বিহার টার্মিনাল থেকে রওনা দিয়ে প্রত্যেক মঙ্গলবারে ০৩.৪০ ঘন্টায় কামাখ্যা পৌঁছবে। উক্ত দুটি ট্রেনেই নিজ নিজ গন্তব্যস্থান পৌঁছানোর জন্য ভায়া গোয়ালপাড়া টাউন, গৌরিপুর, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, কাটিহার, খাগাড়িয়া, বারাউনি, দানাপুর, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ও আলিগড় জং. হয়ে চলাচল করবে।
advertisement
ট্রেনটিতে ০১- ফার্স্ট ক্লাস এসি, ০২- এসি ২ টিয়ার, ০৫- এসি ৩ টিয়ার, ০৫- এসি ৩ টিয়ার ইকোনোমি, ০৪ – স্লিপার ক্লাস, ০২- জেনারেল সিটিং কোচ এবং একটি প্যান্ট্রি কার থাকবে। রেল যাত্রীদের সুবিধা প্রদানের একটি পদক্ষেপ হিসেবে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশনের অন্তর্গত ভালুকা রোড স্টেশনে ট্রেন নং. ১৩০৫৩/১৩০৫৪ (হাওড়া-রাধিকাপুর-হাওড়া) কুলিক এক্সপ্রেসের দুই মিনিটের অতিরিক্ত স্টপেজ প্রদান করা হয়েছে। ভালুকা রোড স্টেশনে কুলিক এক্সপ্রেসের পরীক্ষামূলক ভিত্তিতে নতুন স্টপেজের শুভ উদ্বোধন করেন মালদহ নর্থ-এর মাননীয় লোকসভা সাংসদ খগেন মুর্মু।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডিভিশনের বরিষ্ঠ রেলওয়ে আধিকারিকরা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।হাওড়া থেকে রওনা দেওয়া ট্রেন নং. ১৩০৫৩ (হাওড়া-রাধিকাপুর) কুলিক এক্সপ্রেস এখন থেকে ভালুকা রোড স্টেশনে ১৬.২৫ ঘণ্টায় পৌঁছবে এবং ১৬.২৭ ঘণ্টায় প্রস্থান করবে। একইভাবে, ট্রেন নং. ১৩০৫৪ (রাধিকাপুর-হাওড়া) কুলিক এক্সপ্রেস রাধিকাপুর থেকে যাত্রা শুরু করে ০৭.২৯ ঘণ্টায় ভালুকা রোড স্টেশন পৌঁছবে এবং ০৭.৩১ ঘণ্টায় প্রস্থান করবে। এই নতুন স্টপেজটি স্থানীয় জনসাধরণের দীর্ঘদিনের দাবি পূরণ করবে বলে আশা করা হচ্ছে।
আবীর ঘোষাল