রাজ্য সরকার যাতে জিআরপি এবং রাজ্য পুলিশের মাধ্যমে এই অবরোধ তোলার ব্যবস্থা করে, সেই আবেদন জানানো হয়েছে রেলের তরফে। প্রয়োজনে আরপিএফ-ও সাহায্য করবে বলে জানানো হয়েছে। অবিলম্বে সিআরআই রিপোর্ট পরিমার্জন করে কুড়মীদের তপশিলি উপজাতির তকমা দেবার দাবিতে এই রেল অবরোধ চালিয়ে যাচ্ছে আদিবাসী কর্মী সমাজ-সহ কুড়মিদের একাধিক সংগঠন। সঙ্গে রয়েছে আরও একাধিক দাবি।
advertisement
আরও পড়ুন: কেষ্টর বীরভূমে তৃণমূলে বড় ভাঙন! কোন দলে যোগ দিলেন সকলে? নাম শুনলেই অবাক হয়ে যাবেন
আন্দোলনকারীরা সাফ জানাচ্ছেন, আদিবাসী কুড়মি জাতিকে তফশিলি উপজাতির তালিকাভুক্ত করা ছাড়াও সারনা ধর্মের স্বীকৃতি, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা-সহ রাজ্য সরকারের সিআরআই (কালচারাল রিসার্চ ইনস্টিটিউট) রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে অবিলম্বে পাঠাতে হবে বলে দাবি করা হয়েছে।
আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে 'যুক্ত' গৌতম তান্তিয়ার! কে তিনি? তাজ্জব ইডি! কুন্তলের কাণ্ডে তোলপাড়
গত ৫ এপ্রিল থেকে এই আন্দোলনের জেরে এখনও অবধি প্রায় ৫০০ ট্রেন বাতিল হয়ে গিয়েছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে রেলের খরচের বহর। এই অবস্থায় রেলের বক্তব্য, আইন শৃঙ্খলা যেহেতু রাজ্যের ব্যাপার। তাই তাদের তরফে এই চিঠি পাঠানো হয়েছে৷