TRENDING:

Indian Railways: যাত্রীদের জন্য সুখবর ! চাহিদা বুঝে বাড়তে চলেছে শিয়ালদহ ডিভিশনে বেশ কিছু সেকশনে ট্রেনের সংখ্যা

Last Updated:

চিহ্নিত আরও কিছু সেকশন, আগামী দিনে বাড়তে পারে ট্রেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: ভোর ৫টায় সোনারপুর থেকে ছাড়বে একটি ডায়মন্ড হারবার লোকাল। যা গন্তব্যে পৌঁছবে ৬ টা বেজে ৫ মিনিটে। ডায়মন্ড হারবার থেকে চলবে একটি বালিগঞ্জ লোকাল। এটি ডায়মন্ড হারবার ছাড়বে সকাল ৬.৩০ টায়। বালিগঞ্জ পৌঁছবে ৭টা বেজে ৫৬ মিনিটে। বারাসত থেকে ছাড়বে বসিরহাট লোকাল, সকাল ৬ টা বেজে ২৫ মিনিটে। পৌঁছবে সাড়ে ৭টায়। বসিরহাট থেকে ৭টা ৩৫ মিনিটে ছাড়বে আরও একটি ট্রেন। যেটি যাবে বারাসত পর্যন্ত। ৩৪৮৮২ নম্বর সোনারপুর-ডায়মন্ডহারবার লোকাল ট্রেনটি এখন থেকে ১০ মিনিট আগে ছাড়ছে। আগে ট্রেনটি ছাড়ত ৪ টে বেজে ৫০ মিনিটে। এখন তা ছাড়বে ৪টা ৪০ মিনিটে এবং ডায়মন্ড হারবার পৌঁছবে সকাল ৫টা ৪৫ মিনিটে (আগে যা পৌঁছত ৫.৫৫ মিনিটে)।
চাহিদা বুঝে বাড়তে চলেছে শিয়ালদহ ডিভিশনে বেশ কিছু সেকশনে ট্রেনের সংখ্যা (Representative Image)
চাহিদা বুঝে বাড়তে চলেছে শিয়ালদহ ডিভিশনে বেশ কিছু সেকশনে ট্রেনের সংখ্যা (Representative Image)
advertisement

আরও পড়ুন– ক্রমশ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে দক্ষিণবঙ্গে, বাড়বে তাপমাত্রা, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস? জেনে নিন

মূলত, তিনটি নতুন লোকাল ট্রেন শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ডহারবার, সোনারপুর এবং বালিগঞ্জ এলাকার মধ্যে চলাচল করবে। এই ট্রেনগুলি মূলত পরীক্ষামূলকভাবে চালানো হবে। এই পদক্ষেপের ফলে, শিয়ালদহ দক্ষিণ শাখার নিত্যযাত্রীরা বিশেষভাবে উপকৃত হবেন, বিশেষ করে অফিস টাইমে ভিড় কমার কারণে। এছাড়াও, রেল কর্তৃপক্ষ অন্যান্য ট্রেনগুলির সময়সূচিতেও পরিবর্তন এনেছে, যার ফলে যাত্রীরা আরও সহজে এবং স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন। শিয়ালদহ বনগাঁ সেকশনের পরে, এবার শিয়ালদহ দক্ষিণ শাখা। যাত্রীদের ভিড় সামাল দিতে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছিল ডিভিশন।

advertisement

আরও পড়ুন– ভাল চা বানানোর জন্য কত সময় ধরে ফোটানো উচিত? পরের বার থেকে এই কায়দায় বানিয়ে দেখুন চা, বজায় থাকবে এর স্বাস্থ্যগুণও

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রেল সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন প্রচুর যাত্রী যাতায়াত করেন সোনারপুর, বালিগঞ্জ ও ডায়মন্ড হারবারের মধ্যে। তাই তিনটি নতুন ইএমইউ ট্রেন এই রুটগুলিতে চালানো হচ্ছে। সোনারপুর থেকে ডায়মন্ড হারবারের মধ্যে চলছে একটি লোকাল। একটি ইএমইউ স্পেশাল ট্রেন সোনারপুর থেকে রওনা দেয় ভোর ৫ টায় এবং পৌঁছবে ডায়মন্ড হারবারে। দ্বিতীয় ট্রেনটি চলছে ডায়মন্ড হারবার থেকে বালিগঞ্জে। এই স্পেশাল ট্রেনটি ডায়মন্ড হারবার থেকে ছাড়ে সকাল ৬:৩০টায় এবং বালিগঞ্জে পৌঁছয় সকাল ৭:৫৬টায়। আর বালিগঞ্জ থেকে সোনারপুরে চলছে তৃতীয় ট্রেনটি। এটি বালিগঞ্জ থেকে ছাড়ছে সকাল ৮:১৪টায় এবং সোনারপুর পৌঁছে যায় সকাল ৮ টা ৩৩ মিনিটে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Railways: যাত্রীদের জন্য সুখবর ! চাহিদা বুঝে বাড়তে চলেছে শিয়ালদহ ডিভিশনে বেশ কিছু সেকশনে ট্রেনের সংখ্যা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল