মূলত, তিনটি নতুন লোকাল ট্রেন শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ডহারবার, সোনারপুর এবং বালিগঞ্জ এলাকার মধ্যে চলাচল করবে। এই ট্রেনগুলি মূলত পরীক্ষামূলকভাবে চালানো হবে। এই পদক্ষেপের ফলে, শিয়ালদহ দক্ষিণ শাখার নিত্যযাত্রীরা বিশেষভাবে উপকৃত হবেন, বিশেষ করে অফিস টাইমে ভিড় কমার কারণে। এছাড়াও, রেল কর্তৃপক্ষ অন্যান্য ট্রেনগুলির সময়সূচিতেও পরিবর্তন এনেছে, যার ফলে যাত্রীরা আরও সহজে এবং স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন। শিয়ালদহ বনগাঁ সেকশনের পরে, এবার শিয়ালদহ দক্ষিণ শাখা। যাত্রীদের ভিড় সামাল দিতে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছিল ডিভিশন।
advertisement
রেল সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন প্রচুর যাত্রী যাতায়াত করেন সোনারপুর, বালিগঞ্জ ও ডায়মন্ড হারবারের মধ্যে। তাই তিনটি নতুন ইএমইউ ট্রেন এই রুটগুলিতে চালানো হচ্ছে। সোনারপুর থেকে ডায়মন্ড হারবারের মধ্যে চলছে একটি লোকাল। একটি ইএমইউ স্পেশাল ট্রেন সোনারপুর থেকে রওনা দেয় ভোর ৫ টায় এবং পৌঁছবে ডায়মন্ড হারবারে। দ্বিতীয় ট্রেনটি চলছে ডায়মন্ড হারবার থেকে বালিগঞ্জে। এই স্পেশাল ট্রেনটি ডায়মন্ড হারবার থেকে ছাড়ে সকাল ৬:৩০টায় এবং বালিগঞ্জে পৌঁছয় সকাল ৭:৫৬টায়। আর বালিগঞ্জ থেকে সোনারপুরে চলছে তৃতীয় ট্রেনটি। এটি বালিগঞ্জ থেকে ছাড়ছে সকাল ৮:১৪টায় এবং সোনারপুর পৌঁছে যায় সকাল ৮ টা ৩৩ মিনিটে।