TRENDING:

Indian Railways: কালীপুজো ও দীপাবলিতে বাড়বে ভিড়...সামলাতে শিয়ালদহ শাখার ব্যস্ততম স্টেশনগুলোতে বিশেষ সিস্টেম আনছে রেল

Last Updated:

২০ থেকে ২৪ অক্টোবর সমস্ত লোকাল ট্রেন তার যাত্রাপথের সমস্ত স্টেশনে দাঁড়াবে। কোনো গ্যালোপিং লোকাল থাকবে না। শিয়ালদহ স্টেশনের প্রতিটি টিকিট কাউন্টার ২০ থেকে ২৪ অক্টোবর সারাদিন চালু থাকবে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সামনেই কালীপুজো৷ কিছু কিছু স্টেশনে নিয়মমতো বাড়বে ভিড়৷ সেই ভিড় সামলাতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিয়ে আগেই সতর্ক রেল৷ শিয়ালদহের ডিভিশনাল ম্যানেজার রাজীব সাকশেনা জানালেন এ নিয়ে কী কী ব্যবস্থা নিচ্ছেন তাঁরা৷
কালীপুজো দীপাবলি তে শিয়ালদহ শাখার ব্যস্ততম স্টেশনগুলোতে ক্রাউড ম্যানেজমেন্ট সিস্টেম।*
কালীপুজো দীপাবলি তে শিয়ালদহ শাখার ব্যস্ততম স্টেশনগুলোতে ক্রাউড ম্যানেজমেন্ট সিস্টেম।*
advertisement

দমদম এবং বিধাননগর স্টেশনে কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে? এখনই জানিয়ে দেওয়া হল। যাতে অতিরিক্ত ভিড়ের সময় যাত্রীরা এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্ম যাতায়াতের চেষ্টা না করেন।

দমদম এবং বিধাননগর স্টেশনে সমস্ত গুরুত্বপুর্ন আপ লোকাল উৎসবের সময় প্ল্যাটফর্ম ১ দিয়েই যাতায়াত ছাড়বে। এরমধ্যে রয়েছে নৈহাটি রানাঘাট কৃষ্ণনগর গেদে বহরমপুর কোর্ট এবং লালগোলা।

advertisement

আরও পড়ুন: জোটের রফাকে থোড়াই কেয়ার! চিরাগ পাসোয়ানের পছন্দের ৫ আসনে প্রার্থী নীতীশের…জোট জট কাটাতেই পারছে না NDA

মাঝেরহাট এবং বালিগঞ্জ হয়ে যাতায়াতকারী দক্ষিণ শাখার সমস্ত গুরুত্বপুর্ন আপ লোকাল শুধুমাত্র ২ নম্বর প্যাটফর্ম দিয়েই যাতায়াত করবে।

advertisement

বারাসত বনগাঁ হাসনাবাদ ডানকুনি আপ লোকাল শুধুমাত্র দমদম এবং বিধাননগর স্টেশনের প্ল্যাটফর্ম ২ দিয়েই যাতায়াত করবে। দূরপাল্লার সমস্ত মেইল এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেন এই দুটি স্টেশনে শুধুমাত্র প্ল্যাটফর্ম ২ দিয়ে যাতায়াত করবে।

শিয়ালদহ স্টেশন চত্বরকে সম্পূর্ণ হকার মুক্ত রাখা হবে। সোমবার কালীপুজোর দিন ছুটির দিন হলেও সম্পূর্ণ অফিসের দিনের পরিকাঠামো নিয়ে সমস্ত লোকাল ট্রেন চলবে।

advertisement

আরও পড়ুন: পর পরহরিয়াণায় নিজেকে শেষ করে দিল দুই পুলিশকর্তা…৫০ কোটি টাকার ডিলপুলিশ-গ্যাংস্টার মিলিয়ে বিরাট চক্রের সম্ভাবনা, বাড়ছে রহস্য

২০ থেকে ২৪ অক্টোবর সমস্ত লোকাল ট্রেন তার যাত্রাপথের সমস্ত স্টেশনে দাঁড়াবে। কোনো গ্যালোপিং লোকাল থাকবে না। শিয়ালদহ স্টেশনের প্রতিটি টিকিট কাউন্টার ২০ থেকে ২৪ অক্টোবর সারাদিন চালু থাকবে।

advertisement

স্টেশনের বাইরে পার্কিং এরিয়া আছে। তার মধ্যে ৩০০ বর্গ মিটার এরিয়া শেড দিয়ে ঢেকে সেটা হোল্ডিং এরিয়া হিসেবে ব্যবহার করা হবে। দমদম, বারাসাত, নৈহাটি, বিধাননগর রোড, এই ৪ টি স্টেশনে ভিড়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ নজর রেলের।

যদি বাই চান্স কোনো ট্রেনের এই মুহূর্তে ঘোষিত প্ল্যাটফর্ম পরিবর্তন করতে হয় সেটা হতে পর্যাপ্ত সময় রেখে অ্যানাউন্সমেন্ট করে পরিবর্তন করা হবে। প্ল্যাটফর্মের এই বিধি বলবৎ করতে গিয়ে কোনো কোনো ট্রেন সামান্য লেটে চলতে পারে। কিন্তু মানুষের জীবনের মূল্য সময়ের থেকে বেশি।

সেরা ভিডিও

আরও দেখুন
বয়সের ভার তাঁর কাছে 'নস্যি', ঘুরেছেন বিভিন্ন দেশে! কেরামতিতে ফেল করবে যুবকরা
আরও দেখুন

দমদম বিধাননগর স্টেশন থেকে কিছু ট্রেন এই সময়কালের মধ্যে যাবে না অথবা সেখানে ট্রেন দাঁড়াবে না। কোন কোন ট্রেন বাতিল হবে সেটা আগাম ঘোষণা করে দেওয়া হবে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Railways: কালীপুজো ও দীপাবলিতে বাড়বে ভিড়...সামলাতে শিয়ালদহ শাখার ব্যস্ততম স্টেশনগুলোতে বিশেষ সিস্টেম আনছে রেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল