TRENDING:

Indian Railways: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে গ্রেফতার ২ পুরুষ! ‘ব্যাগ খুলুন..,’ শিয়ালদহে ট্রেনের মধ্যেই NARCOS- এর দুরন্ত সাফল্য

Last Updated:

এই অপারেশনের অধীনে RPF ভারতীয় রেলের মাধ্যমে মাদকদ্রব্যের বাহক/পরিবহনকারীদের বিরুদ্ধে চমৎকারভাবে পারফর্ম করেছে।প্রায় সব গুরুত্বপূর্ণ রেল স্টেশনেই নিয়মিত অভিযান চালানো হচ্ছে। বাড়ানো হচ্ছে নজরদারি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শিয়ালদহ৷ ভোররাত থেকে মাঝরাত পর্যন্ত অগুন্তি ট্রেন আসাযাওয়া করে কলকাতার এই ব্যস্ততম স্টেশনে৷ তার মাঝেই চলল বিরাট অপারেশন৷ শিয়ালদহ শাখার আরপিএফ-এর বিশেষ বাহিনী NARCOS- এর সাফল্য৷
News18
News18
advertisement

শিয়ালদহ মেইন পোস্ট সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি শিয়ালদহ স্টেশনে ট্রেন নং ১৩১৭৪ ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে দু’জন পুরুষকে গ্রেফতার করেছে ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (CIB)/শিয়ালদহ, যা এখন নির্দেশিকা শাখা (DW) হিসাবে পরিচিত।

ট্রেনে তল্লাশি চালানোর সময় ওই যাত্রীদের তাঁদের ব্যাগ খুলে দেখাতে বলা হয়৷ খুলতেই দেখা যায়, সেখানে ভরা রয়েছে প্রচুর প্রচুর মাদক দ্রব্য৷ রেল সূত্রের খবর, তল্লাশির সময়, দলটি ২৮.৭৯১ কেজি মাদকদ্রব্য (গাঁজা বলে সন্দেহ করা হচ্ছে) উদ্ধার করে৷ যার মূল্য প্রায় ১৪ লক্ষ ৩৯ হাজার ৫৫০ টাকা।

advertisement

‘অপারেশন নারকোস’ চলাকালীন RPF শিয়ালদহ এই ২৮.৭৯১ কেজি মাদকদ্রব্য উদ্ধার করে। ট্রেনের মাধ্যমে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক পাচারের চেষ্টা রুখে দিলেন আরপিএফের আধিকারিকেরা।

আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিল করে দেওয়ার হুঁশিয়ারি! ‘পচা শামুকে যেন পা না কাটে,’ ভর্ৎসনা বিচারকের

জানা গিয়েছে, গোপন সূত্রে আরপিএফের কাছে খবর ছিল শনিবার শিয়ালদহ স্টেশনে গাঁজা পাচারের ছক রয়েছে। রেলওয়ে চত্বরে অবৈধ মাদকদ্রব্য পরিবহন রোধে অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে, পূর্ব রেলওয়ে তার ‘অপারেশন নারকোস’ অভিযানের আওতায় নজরদারি এবং প্রয়োগ জোরদার করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে, সোমবার শিয়ালদহ স্টেশনে এই বড় ধরনের মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে।

advertisement

মাদক বাজেয়াপ্ত করার পরে

বাজেয়াপ্ত করা মাদকদ্রব্য সহ অভিযুক্তদের তাৎক্ষণিকভাবে GRPS/শিয়ালদহ-তে হস্তান্তর করা হয়েছে। সরকারি রেলওয়ে পুলিশ মাদকদ্রব্য ও মনোরোগ সংক্রান্ত পদার্থ (এনডিপিএস) আইনের অধীনে একটি মামলা দায়ের করেছে এবং আরও তদন্ত শুরু করেছে।

advertisement

আরও পড়ুন: শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ, সন্দেশখালিতে সিবিআইয়ের হাতে ধৃত দুরন্ত মোল্লা

এনডিপিএসের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য, রেলের মাধ্যমে মাদক চোরাচালানের বিরুদ্ধে এক মাসব্যাপী প্যান ইন্ডিয়া অভিযান, জুন-2022 মাসে অপারেশন “NARCOS” কোড নামে চালু করা হয়েছিল। এই অপারেশনের অধীনে RPF ভারতীয় রেলের মাধ্যমে মাদকদ্রব্যের বাহক/পরিবহনকারীদের বিরুদ্ধে চমৎকারভাবে পারফর্ম করেছে। প্রায় সব গুরুত্বপূর্ণ রেল স্টেশনেই নিয়মিত অভিযান চালানো হচ্ছে। বাড়ানো হচ্ছে নজরদারি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪ হাজার টাকা ভাগ্য বদলাল চন্দ্রকোনার ব্যবসায়ীর! মাশরুমের বিজনেস আইডিয়াতে এখন আয় অঢেল
আরও দেখুন

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানিয়েছেন এই সফল অভিযান অবৈধ কার্যকলাপের জন্য ট্রেন এবং স্টেশনগুলির অপব্যবহার রোধ করে একটি নিরাপদ এবং অপরাধমুক্ত রেল পরিবেশ নিশ্চিত করার জন্য পূর্ব রেলওয়ের দৃঢ় প্রতিশ্রুতি প্রতিফলিত করে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Railways: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে গ্রেফতার ২ পুরুষ! ‘ব্যাগ খুলুন..,’ শিয়ালদহে ট্রেনের মধ্যেই NARCOS- এর দুরন্ত সাফল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল