সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার শ্রী জশরাম মীনা, ডিআরএম শিয়ালদহ শ্রী রাজীব সাক্সেনার নির্দেশনায় এই উদ্যোগটি শুরু করেছেন। এই উদ্যোগ অনুযায়ী সকল কর্তব্যরত টিটিই-দের বিশেষ নকশার একটি ব্যাজ পরা বাধ্যতামূলক, যা তাঁদের পরিচয় যাচাই করার স্পষ্ট ও নির্ভরযোগ্য উপায়। এই ইউনিক ব্যাজ ব্যবস্থা যাত্রী এবং অন্যান্য রেল কর্মীদের খুব সহজে প্রকৃত টিটিই-দের সনাক্ত করতে সক্ষম করে, ফলে টিটিই সেজে প্রতারণা ও টাকা আদায়ের চেষ্টা করা অসাধু ব্যক্তিদের প্রতিহত করা সম্ভব হচ্ছে।
advertisement
এই প্রো-অ্যাকটিভ পদক্ষেপ ইতিমধ্যেই সুস্পষ্ট ফল দিয়েছে। সম্প্রতি একাধিক ঘটনায় ব্যাজ না থাকার কারণে সন্দেহ তৈরি হওয়ায় সতর্ক যাত্রী ও রেল কর্মীদের তৎপরতায় বেশ কয়েকজন ভুয়ো টিটিই-কে গ্রেফতার করা হয়েছে। এই ইউনিক ব্যাজে দেওয়া আছে কিউআর কোড যা স্ক্যান করলেই টিকিট পরীক্ষকের সম্পর্কে যাবতীয় তথ্য বেরিয়ে আসবে৷ পাশাপাশি একটা বিশেষ সিগনেচার দেওয়া আছে এই ব্যাজে যা দেখে আসল, নকল বোঝা যায়।
