TRENDING:

Train Time Table: বাতিল একাধিক এক্সপ্রেস! ঢেলে সাজছে খানা জংশন! জানুন ট্রেনের নতুন সময়সূচি

Last Updated:

Train Time Table: একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন যাতায়াত করে এখান দিয়ে। রেল অপারেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্টেশন। সেখানেই এবার পরিকাঠামোগত কাজ করা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: খানা জংশন হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। এটি একটি গুরুত্বপূর্ণ জংশন, যা ভারতীয় রেলওয়ের পূর্ব রেল দ্বারা পরিচালিত হয় এবং এখানে যাত্রীদের জন্য টিকিট কাউন্টার, ওয়েটিং রুম, এবং খাবারের স্টলের মতো বিভিন্ন সুবিধা রয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন যাতায়াত করে এখান দিয়ে। রেল অপারেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্টেশন। সেখানেই এবার পরিকাঠামোগত কাজ করা হবে।
একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন যাতায়াত করে এখান দিয়ে
একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন যাতায়াত করে এখান দিয়ে
advertisement

পূর্ব রেলওয়ে ০২.১২.২০২৫ থেকে ০৮.১২.২০২৫ পর্যন্ত হাওড়া ডিভিশনের বর্ধমান-খানা সেকশনের খানা স্টেশনে প্রি-নন-ইন্টারলকিং/নন-ইন্টারলকিং কাজ-সহ ইয়ার্ড পুনর্নির্মাণের পরিকল্পনা করেছে। “আজকের কষ্ট আগামিকালের লাভ” নীতি মেনে ৭ দিনের নন-ইন্টারলকিং সময়কালে কয়েকটি ট্রেন নিয়ন্ত্রিত হবে। তবে, যাত্রীদের জন্য দীর্ঘমেয়াদি সুবিধা প্রদানকারী গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়নের জন্য এই স্বল্পমেয়াদি অসুবিধা অপরিহার্য। এই কাজটি উল্লেখযোগ্যভাবে কর্মক্ষম নমনীয়তা বৃদ্ধি করবে, রাজধানী রুটে সিগন্যালিং সরঞ্জামের নির্ভরযোগ্যতা উন্নত করবে এবং সেকশনের লেভেল ক্রসিং গেটে রাস্তা ব্যবহারকারীদের জন্য অধিকতর নিরাপত্তা নিশ্চিত করবে। এই উন্নতিগুলি মসৃণ ট্রেন চলাচল, আরও সময়ানুবর্তিতা এবং নিরাপদ রেল পরিচালনায় অবদান রাখবে। এই কাজের ফলে আরও ট্রেন পরিষেবা এবং ভ্রমণের সময় হ্রাস পাবে।

advertisement

আরও পড়ুন : বোনের বিয়ে থেকে মোটরবাইকে ফেরার পথে সেতু ধসে মর্মান্তিক মৃত্যু দাদার, শোকস্তব্ধ পরিবার

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলমহলে বিজ্ঞান ও প্রযুক্তির ঢেউ! ছেলেমেয়েদের ভবিষ্যৎ বদলে দিচ্ছেন হলদিয়ার গবেষক
আরও দেখুন

খানায় এই প্রাক-এনআই/এনআই কাজের ফলে, ১৮টি মেমু পরিষেবা এবং ১৪টি মেল/এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে এবং ৩১টি মেল/এক্সপ্রেস ট্রেন ০৫.১২.২০২৫ থেকে ০৭.১২.২০২৫ তারিখের মধ্যে মনোনীত দিনে ডাইভার্টেড রুটে চলবে। এছাড়াও, ০৫.১২.২০২৫ থেকে ০৮.১২.২০২৫ তারিখের মধ্যে মনোনীত দিনে ০২ জোড়া মেমু ট্রেন এবং ০১ জোড়া মেমু এক্সপ্রেস ট্রেন সংক্ষিপ্ত-সমাপ্ত/সংক্ষিপ্ত-সূচনা করা হবে। অধিকন্তু, এনআই কাজের সময়কালে ০৫টি মেমু/এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পুনঃনির্ধারণ করা হবে এবং ০৫টি মেল/এক্সপ্রেস ট্রেন বিভিন্ন তারিখে রুটে নিয়ন্ত্রণ করা হবে। এছাড়াও, ১৩৪২৭/১৩৪২৮ হাওড়া-সাহিবগঞ্জ-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ০৬.১২.২০২৫ এবং ০৭.১২.২০২৫ তারিখে ঝাপাটের ঢাল এবং রামপুরহাটের মধ্যে সমস্ত স্টেশনে থামবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Train Time Table: বাতিল একাধিক এক্সপ্রেস! ঢেলে সাজছে খানা জংশন! জানুন ট্রেনের নতুন সময়সূচি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল