এই ট্রেনে থাকছে এসিও। এছাড়া ট্রেনের গায়ে থাকবে বিভিন্ন ধরনের নকশাও, যা মানুষকে আরও আকর্ষিত করবে বলে মনে করা হচ্ছে। তবে এখনই সব ট্রেনে প্রথম শ্রেণির কামরা থাকবে না। পরীক্ষামূলকভাবে একটি রুটের ট্রেনে প্রথম শ্রেণির কামরা তথা ফার্স্ট-ক্লাস কামরা যুক্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে সাফল্য মিললে পরবর্তীতে অন্যান্য রুটেও প্রথম শ্রেণির কামরা যুক্ত করা হবে।
advertisement
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, রানাঘাট-শিয়ালদহ-রানাঘাট মাতৃভূমি লোকালে একটি প্রথম শ্রেণির কামরা যুক্ত করা হবে। বাকি কামরাগুলি আগের মতোই থাকবে। অর্থাৎ এখন যেমন দ্বিতীয় শ্রেণির কামরা আছে, সেরকমই থাকবে বলে রেল সূত্রে খবর।
আরও পড়ুন: বঞ্চনা বনাম দুর্নীতি! লক্ষ্য ২৪, তৃণমূলের বিরুদ্ধে এবার পাল্টা পথে নামছে বঙ্গ বিজেপি
রেল সূত্রে জানানো হয়েছে, আগামী ১৫ অক্টোবর থেকে এই নতুন ট্রেনের বা বলা ভালো ফার্স্ট ক্লাস কামরাযুক্ত এই ট্রেনে পথ চলতে শুরু করবে। বর্তমানে শিয়ালদহ থেকে রানাঘাটের ট্রেনের ভাড়া যাত্রীদের গুণতে হয় ২০ টাকা। কিন্তু জানা যাচ্ছে, প্রস্তাবিত ওই ফার্স্ট ক্লাস কামরায় সফর করলে টিকিটের দাম হবে ১৭৮ টাকা। এ ক্ষেত্রে থাকছে মান্থলি টিকিটের সুবিধাও। মান্থলির জন্য খরচ করতে হবে ১২০০ টাকা।