TRENDING:

Indian Railways: ফের বড় সাফল্য আরপিএফ-এর, অভিযান চালিয়ে ৫ শিশুকে উদ্ধার করল রেল

Last Updated:

উদ্ধার করা শিশুদের মধ্যে তিনজন পরিবারকে না জানিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, একজন নাবালক ছেলে ভুলবশত ভুল ট্রেনে উঠে পড়েছিল এবং অন্য এক নাবালক ছেলেকে ট্রেনে লক্ষ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখা যায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ‘অপারেশন নানহে ফারিস্তে’-র আওতায় পাঁচজন শিশুকে উদ্ধার করল আরপিএফ। এই অভিযানের লক্ষ্য হল রেলওয়ে স্টেশন এবং ট্রেনে হারিয়ে যাওয়া বা দুর্দশাগ্রস্ত শিশুদের রক্ষা করা, চাইল্ড হেল্প লাইন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাদের সময়মত উদ্ধার এবং পুনর্বাসন নিশ্চিত করা।
Indian Railways
Indian Railways
advertisement

হাওড়া, শিয়ালদহ এবং আসানসোল ডিভিশনের রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF) বোলপুর, কলকাতা, দুমকা এবং মধুপুর রেলওয়ে স্টেশনের ট্রেন এবং স্টেশন প্রাঙ্গণ থেকে পাঁচজন নাবালক ছেলে-মেয়েকে উদ্ধার করে। উদ্ধার করা সমস্ত শিশুকে পুনর্বাসনের জন্য নিরাপদে সংশ্লিষ্ট চাইল্ড হেল্প লাইনের কাছে হস্তান্তর করা হয়েছে।

উদ্ধার করা শিশুদের মধ্যে তিনজন পরিবারকে না জানিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, একজন নাবালক ছেলে ভুলবশত ভুল ট্রেনে উঠে পড়েছিল এবং অন্য এক নাবালক ছেলেকে ট্রেনে লক্ষ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। ‘অপারেশন নান্নে ফারিস্তে’ হল ভারতীয় রেলওয়ে প্রোটেকশন ফোর্স -এর একটি দেশব্যাপী অভিযান, যার মূল লক্ষ্য হল রেল স্টেশন ও ট্রেনে বিপদে পড়া, নিখোঁজ, বা পাচার হওয়ার ঝুঁকিতে থাকা শিশুদের উদ্ধার করা, তাদের প্রয়োজনীয় সুরক্ষা ও যত্ন দেওয়া এবং তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া।

advertisement

‘অপারেশন নানহে ফারিস্তে’র মূল উদ্দেশ্য:

উদ্ধার: রেল চত্বর বা ট্রেনে দুর্দশাগ্রস্ত ও সন্দেহজনক পরিস্থিতিতে থাকা শিশুদের চিহ্নিত করা ও উদ্ধার করা।

সুরক্ষা: শিশুশ্রম, পাচার, এবং অন্যান্য শোষণ থেকে শিশুদের রক্ষা করা।

পুনর্বাসন: উদ্ধার হওয়া শিশুদের প্রয়োজনীয় যত্ন ও সহায়তা প্রদান এবং তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া।

সেরা ভিডিও

আরও দেখুন
বন ও বন্যপ্রাণী রক্ষার্থে একাধিক নিষেধাজ্ঞা জারি বনদফতরের, গড় জঙ্গল ঘুরতে আসার আগে জেনে রাখুন 
আরও দেখুন

‘অপারেশন নানহে ফারিস্তে’ কীভাবে কাজ করে? RPF কর্মীরা রেল স্টেশন ও ট্রেনগুলিতে নজরদারি চালায়। বিপদগ্রস্ত শিশুদের খুঁজে বার করে তাদের সুরক্ষা প্রদান করে। সামাজিক সংস্থাগুলির সঙ্গে  সমন্বয় করে শিশুদের পুনর্বাসন নিশ্চিত করে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Railways: ফের বড় সাফল্য আরপিএফ-এর, অভিযান চালিয়ে ৫ শিশুকে উদ্ধার করল রেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল