TRENDING:

Indian Railways: কলকাতা ও জসিডি স্টেশন থেকে ১০ অসহায় শিশুকে উদ্ধার করল RPF

Last Updated:

'অপারেশন নান্নে ফারিস্তে'র অধীনে ১০ অসহায় শিশুকে উদ্ধার করল পূর্ব রেলওয়ের আরপিএফ। দেশব্যাপী 'অপারেশন নান্নে ফারিস্তে'র উদ্যোগের অংশ হিসাবে, আরপিএফ বাহিনী রেলওয়ে স্টেশন এবং ট্রেন থেকে উদ্ধার করা শিশুদের সুরক্ষির রেখেছে, যাতে তারা সময়মতো যত্ন এবং সহায়তা পায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ‘অপারেশন নান্নে ফারিস্তে’র অধীনে ১০ অসহায় শিশুকে উদ্ধার করল পূর্ব রেলওয়ের আরপিএফ। দেশব্যাপী ‘অপারেশন নান্নে ফারিস্তে’র উদ্যোগের অংশ হিসাবে, আরপিএফ বাহিনী রেলওয়ে স্টেশন এবং ট্রেন থেকে উদ্ধার করা শিশুদের সুরক্ষির রেখেছে, যাতে তারা সময়মতো যত্ন এবং সহায়তা পায়।
Representative Image
Representative Image
advertisement

চলতি সপ্তাহের শুরুতেই, শিয়ালদহ এবং আসানসোল ডিভিশনের আরপিএফ কর্মকর্তারা কলকাতা এবং জসিডি রেলওয়ে স্টেশনের ট্রেন এবং স্টেশন প্রাঙ্গণ থেকে ১০ নাবালককে সফলভাবে উদ্ধার করেছেন। উদ্ধার করা সব শিশুকে কাউন্সেলিং এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট চাইল্ড হেল্প লাইনে হস্তান্তর করা হয়েছে। এদের মধ্যে কলকাতা রেলওয়ে স্টেশনে এক নাবালককে লক্ষ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। বাকি ৯ জনকে আটক করা হয় জসিডি স্টেশন থেকে। জানা যায়, তারা কাজের সন্ধানে পুণে যাচ্ছিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বহরমপুরে ভৈরবের মহোৎসব! প্রেমবাবা থেকে ডাববাবা, নামেই লুকিয়ে মজার কাহিনী
আরও দেখুন

‘অপারেশন নান্নে ফারিস্তে’ হল রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF)-র একটি অভিযান যার উদ্দেশ্য ভারতীয় রেলওয়ের স্টেশন ও ট্রেন থেকে বিপদে পড়া শিশুদের উদ্ধার করা, তাদের যত্ন নেওয়া এবং তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া। এই অপারেশনের অধীনে, RPF নিখোঁজ, পলাতক, এবং পাচার হওয়া শিশুদের উদ্ধার করে এবং তাদের যথাযথ কর্তৃপক্ষের হাতে তুলে দেয়। এই অপারেশনের মূল লক্ষ্য হল বিভিন্ন স্টেশন এবং ট্রেনে থাকা বিপন্ন শিশুদের সুরক্ষা নিশ্চিত করা, যেমন হারিয়ে যাওয়া বা পাচার হওয়া শিশু। গত সাত বছরে আরপিএফ ৮৪,১১৯ জনেরও বেশি শিশু উদ্ধার করেছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Railways: কলকাতা ও জসিডি স্টেশন থেকে ১০ অসহায় শিশুকে উদ্ধার করল RPF
Open in App
হোম
খবর
ফটো
লোকাল