বিধাননগর স্টেশন —
শিয়ালদহ থেকে সমস্ত ব্যারাকপুরমী ট্রেন ১ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ থেকে দমদম ক্যান্টনমেন্টগামী ট্রেন ২ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ থেকে সমস্ত ডানকুনিগামী ট্রেন ২ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ থেকে দমদম জংশনগামী ট্রেন ২ নম্বর স্টেশনে দাঁড়াবে। পাশাপাশি, আপ মেইন লাইনের সমস্ত প্যাসেঞ্জার, এমইএমইউ ট্রেন ২ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ বা কলকাতা থেকে সমস্ত এক্সপ্রেস ২ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ থেকে কৃষ্ণনগরগামী ট্রেন (৩.২০ মিনিট) ২ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ থেকে কাটোয়াগামী ট্রেন (৮.০৬) ২ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ থেকে কৃষ্ণনগরগামী এসি ট্রেন (৯.৪৮) ২ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ থেকে বারুইপাড়া (রাত ৮.৪২ মিনিট) ১ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ থেকে বনগাঁ (রাত ৯.০৪) ১ নম্বর স্টেশনে দাঁড়াবে।
advertisement
দমদম স্টেশন—
শিয়ালদহ থেকে সমস্ত ব্যারাকপুরমী ট্রেন ১ নম্বর স্টেশনে দাঁড়াবে।শিয়ালদহ থেকে দমদম ক্যান্টনমেন্টগামী ট্রেন ৩ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ থেকে সমস্ত ডানকুনিগামী ট্রেন ৩ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ থেকে দমদম জংশনগামী ট্রেন ৩ নম্বর স্টেশনে দাঁড়াবে। আপ মেইন লাইনের সমস্ত প্যাসেঞ্জার, এমইএমইউ ট্রেন ৩ নম্বর স্টেশনে দাঁড়াবে। কলকাতা স্টেশন থেকে সমস্ত প্যাসেঞ্জার ট্রেন ৩ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ বা কলকাতা থেকে সমস্ত এক্সপ্রেস ৩ নম্বর স্টেশনে দাঁড়াবে। ব্যারাকপুরগামী সার্কুলার লাইনে সাব আরবান ট্রেন (ভায়া দমদম জংশন) ৪ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ থেকে কৃষ্ণনগরগামী ট্রেন (৩.২০ মিনিট) ৩ নম্বর স্টেশনে দাঁড়াবে।
শিয়ালদহ থেকে কাটোয়াগামী ট্রেন (৮.০৬) ৩ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ থেকে কৃষ্ণনগরগামী এসি ট্রেন (৯.৪৮) ৩ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ থেকে বারুইপাড়া (রাত ৮.৪২ মিনিট) ১ নম্বর স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ থেকে বনগাঁ (রাত ৯.০৪) ১ নম্বর স্টেশনে দাঁড়াবে। বিধাননগর ও দমদম দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। ফলে এই বিশেষ ব্যবস্থা কার্যকরী করা হল।
