আরও পড়ুন- বিরাট সুখবর! মাটির নীচে বৃহত্তম ‘স্টেশন’! এশিয়ায় এই প্রথম…কলকাতার মুকুটেই নয়া পালক?
সেই সময় বিকল্প পথে বালি ব্রিজের একাংশ দিয়ে চলছিল যাতায়াত। পাশাপাশি বালিঘাট থেকে বালিহল্টের মাঝে রেল ওভারব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য ২৩ জানুয়ারি রাত ১২টা থেকে ২৬ জানুয়ারি ভোর চারটে পর্যন্ত শিয়ালদহ- ডানকুনি শাখার ট্রেন চলাচল বন্ধ ছিল।
advertisement
এবার বালি ব্রিজে যানচলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তিতে নিত্যযাত্রীরা। বালি ব্রিজ ও সি সি আর ব্রিজে রেল লাইন মেরামতির জন্য গত ২২ তারিখ রাত বারোটা থেকে প্রায় ১০০ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল বালি ব্রিজের কাজ শেষ হবার পর আজ থেকে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় খুশি যাত্রীরা।
সূত্রের খবর, বালি ব্রিজের পুরনো গার্ডার ও রেল ট্রাক পরিবর্তনের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। নিয়মমাফিক আবার ট্রেন চলাচল করছে স্বাভাবিক নিয়মে। বালি ব্রিজেও যান চলাচল আগের মতোই সকাল থেকে স্বাভাবিক। গত ২৪ জানুয়ারি ব্যাপক যানজট লক্ষ্য করা গিয়েছিল যশোর রোডে। সপ্তাহ ধরে নাজেহাল হয়েছেন নিত্যযাত্রীরা। ট্রেন বন্ধ থাকায় সমস্ত ভিড় ছিল রাস্তাতেই। সেই সমস্যার সুরাহা কি হবে এবার?