রবিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছিল এ কে মিশ্রকে। ধৃতের হয়ে কোনও আইনজীবী সওয়াল করেননি। এদিন সরকারি আইনজীবী আদালতে সওয়াল করেন, 'অত্যন্ত স্পর্শকাতর এই ঘটনা। গতকাল রাতে ঘটনাস্থল থেকেই ধরা হয়েছে অভিযুক্তকে। একজন নিহত হয়েছেন। ১৪ দিন পুরো পুলিশ হেফাজতের আবেদন জানাচ্ছি'। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্মিতা সাহার পর্যবেক্ষণে ২১ অগাস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন: চলতি সপ্তাহে রাজ্যে প্রায় ৩১০৪ ডেঙ্গি আক্রান্ত, নবান্নকে চাঞ্চল্যকর রিপোর্ট স্বাস্থ্য দফতরের
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা-৭টা নাগাদ ভারতীয় জাদুঘর যেন রণক্ষেত্র৷ আচমকাই ভারতীয় জাদুঘরের পাশে সিআইএসএফ ব্যারাক থেকে গুলির শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে ছুটে যান বাকি জওয়ানরা। দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় পার্ক স্ট্রিট থানা এবং নিউ মার্কেট থানার পুলিশ৷ পরের পর গুলির শব্দে তখন এলাকায় রীতিমতো আতঙ্ক, ছোটাছুটি৷
মৃত্যু হয় সিআইএসএফের এএসআই রঞ্জিত সারঙ্গীর। আহত জওয়ানের নাম সুবীর ঘোষ। সামনে থাকা পুলিশের গাড়ির কাচও এলোপাথারি গুলিতে ঝাঁজরা হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় সেখানে। অন্তত ১৫ রাউন্ড গুলি চলেছে বলে পুলিশের দাবি।