কলকাতার জাদুঘরের ডেপুটি ডিরেক্টর সায়ন ভট্টাচার্য জানান, আজ ভোরবেলা। হুমকি মেল আসে। ভারতীয় জাদুঘরের মেল আইডিতে মেইল আসে। তারপর তল্লাশি শুরু হয়েছে নিউমার্কেট থানা। আশেপাশে তল্লাশি করছে। সকালে যখন দর্শক ঢোকে সেই সময় এই মেলের কথা জানাজানি হয়।’
advertisement
সমস্ত দর্শকদের বের করে দিয়ে তল্লাশি শুরু হয়েছে সিআইএসএফ এবং নিউমার্কেট থানার পুলিশ তল্লাশি করছে। জাদুঘর ছাড়াও আশেপাশের অংশেও নজরদারি নিউমার্কেট থানার পুলিশের। আপাতত বন্ধ জাদুঘরে দর্শক প্রবেশ। এটা কি হু কল নিশ্চিত হবার পরই দর্শকদের প্রবেশ করতে দেওয়া হবে বলে জানালেন জাদুঘরের ডেপুটি ডিরেক্টর।
জাদুঘর কর্তৃপক্ষের পক্ষ থেকে ডেপুটি ডিরেক্টর দাবি করেন আজ ভোরবেলা এসেছিল হুমকি মেল। তারপরেও কীভাবে দর্শকরা ঢুকতে শুরু করল? প্রশ্ন উঠছে জাদুকর কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে। কলকাতা পুলিশ অবশ্য জানিয়েছে ৩০ শে মার্চ বিকেল বেলা সাড়ে চারটে নাগাদ এই মেলটি আসে।