আয়কর দফতর সূত্রে খবর, বুধবার সকাল থেকে কলকাতার মোট পাঁচ জায়গায় তল্লাশি চালাচ্ছে তারা। নিউ আলিপুরে স্বরূপের বাড়ি ছাড়াও তল্লাশি চলেছিল বেহালার পর্ণশ্রী এলাকার কয়েকটি ঠিকানায়। তবে বুধবার স্বরূপের বাড়িতে কেন তল্লাশি চালানো হচ্ছে, আনুষ্ঠানিক ভাবে তার কারণ জানানো হয়নি।
আরও পড়ুন: ‘মুখের মতো জবাব দেবে ইন্ডিয়া!’ কেজরীওয়ালের গ্রেফতারির পর হুঙ্কার রাহুলের
advertisement
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক জায়গায় ইডির তল্লাশি। শুক্রবার সকাল থেকে সিআরপি এর জওয়ানদের সঙ্গে নিয়ে ইডির তল্লাশি অভিযান।
লেকটাউন সহ মোট ৫ জায়গায় শুক্রবার সকাল থেকেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তল্লাশি অভিযান। লেকটাউনের বাসিন্দা এসকে ঝুনঝুনওয়ালার ফ্ল্যাটে সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে এসে পৌঁছয় ইডি আধিকারিকরা। সূত্রের খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে এই ব্যক্তির যোগাযোগ সংক্রান্ত বিষয়েই জানতে চায় ইডি আধিকারিকরা। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই এই ফ্ল্যাটে বসবাস করেন ঝুনঝুনওয়ালা।