Delhi CM Arvind Kejriwal Arrested : ‘অরবিন্দ কেজরিওয়ালই দিল্লির মুখ্যমন্ত্রী থাকবেন, দরকারে জেল থেকে সরকার চালাবেন’, মন্তব্য আপনেত্রী অতিশীর

Last Updated:

Delhi CM Arvind Kejriwal Arrested : বৃহস্পতিবার রাতে কেজরিওয়াল গ্রেফতার হওয়ার পর পরই এই মন্তব্য করেন অতিশী। এই রাজনীতিক তথা শিক্ষাবিদ বলেন, ‘‘অরবিন্দ কেজরিওয়ালই দিল্লির মুখ্যমন্ত্রী এবং তিনিই দিল্লির মুখ্যমন্ত্রী থাকবেন। এ নিয়ে আর কোনও দ্বিতীয় পথ নেই।’’

অরবিন্দ কেজরিওয়াল
অরবিন্দ কেজরিওয়াল
নয়াদিল্লি : অরবিন্দ কেজরিওয়ালই দিল্লির মুখ্যমন্ত্রী থাকবেন এবং জেল থেকে তিনি তাঁর মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার রাতে এই দাবি করলেন আপ নেত্রী তথা দিল্লির মন্ত্রী অতিশী মারলেনা সিং।
বৃহস্পতিবার রাতে কেজরিওয়াল গ্রেফতার হওয়ার পর পরই এই মন্তব্য করেন অতিশী। এই রাজনীতিক তথা শিক্ষাবিদ বলেন, ‘‘অরবিন্দ কেজরিওয়ালই দিল্লির মুখ্যমন্ত্রী এবং তিনিই দিল্লির মুখ্যমন্ত্রী থাকবেন। এ নিয়ে আর কোনও দ্বিতীয় পথ নেই।’’ তাঁর আরও সংযোজন, ‘‘আমরা প্রথম থেকেই স্পষ্ট করে দিয়েছি যে যদি প্রয়োজন পড়ে তাহলে তিনি কারাগার থেকেই কাজ করবেন। তাঁকে এই কাজ করা থেকে আটকাতে পারে এমন কোনও আইন নেই। তিনি এখনও দোষী প্রমাণিত হননি।’’
advertisement
advertisement
অতিশী মারলেনা সিং এবং অরবিন্দ কেজরিওয়াল (ফাইল ছবি)
ইডি-র হাতে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতার হওয়ার ঘটনাকে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে অতিশীর মন্তব্য, এই তদন্তে ৫০০ জন আধিকারিক থাকলেও গত দু’ বছরে তাঁরা একটা টাকাও উদ্ধার করতে পারেননি।
advertisement
আরও পড়ুন : ইডির হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল! রাতেই সুপ্রিম কোর্টে আপ
প্রসঙ্গত বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা দেন ইডি আধিকারিকরা। প্রায় দু’ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে গ্রেফতার করা হয়। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় এর আগে ৮ বার ইডির সমন এড়ানোর পর বৃহস্পতিবার কেজরিওয়ালকে ফের তলব করেছিল ইডি। তাতে সাড়া না দিয়ে রক্ষকবচ চেয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন কেজরিওয়াল। কিন্তু আদালত তাঁর দাবি খারিজ করে দেয়।
advertisement
গ্রেফতার করার পর কেজরিওয়ালকে নিয়ে যাওয়া হয় ইডি-র সদর দফতরে। ইডি আধিকারিকদের অভিযানের পর থেকেই তাঁর বাসভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন আপ কর্মী-সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয়েছে ১৪৪ ধারা।
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi CM Arvind Kejriwal Arrested : ‘অরবিন্দ কেজরিওয়ালই দিল্লির মুখ্যমন্ত্রী থাকবেন, দরকারে জেল থেকে সরকার চালাবেন’, মন্তব্য আপনেত্রী অতিশীর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement