TRENDING:

SIR in West Bengal: এসআইআরে বাংলায় বাদ পড়তে পারে অন্তত ১০ লক্ষ নাম ! এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানাল কমিশন

Last Updated:

কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত ডিজিটাইজেশনের ভিত্তিতে যে দশ লক্ষ নাম বাদ গিয়েছে, তার মধ্যে সাড়ে ৬.৫ লক্ষ মৃত ভোটার। এছাড়া স্থানান্তরিত ভোটারও রয়েছেন। আবার অনেকে এনুমারেশন ফর্ম নেননি। কিংবা নিলেও বিএলও-কে ফর্ম জমা দেননি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্যে SIR প্রক্রিয়া শেষ হওয়ার পর কতজনের নাম বাদ যাবে? এসআইআর শুরুর প্রথম থেকেই এই নিয়ে বেড়েছে জল্পনা। সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সাংবাদিক বৈঠকে জানান, এখনও পর্যন্ত ৪ কোটি ৫৫ লক্ষ ফর্ম ডিজিটাইজড হয়েছে। এবং নির্বাচন কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত ডিজিটাইজেশনের পর ১০ লক্ষ নাম বাদ পড়েছে।
এসআইআরে বাংলায় বাদ পড়ছে অন্তত ১০ লক্ষ নাম! (Photo: PTI)
এসআইআরে বাংলায় বাদ পড়ছে অন্তত ১০ লক্ষ নাম! (Photo: PTI)
advertisement

কমিশন সূত্রে খবর, প্রতি দিনই তথ্য আসছে। আপাতত বিএলও-দের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হিসাব মিলেছে। তাঁরা বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিলি করতে গিয়ে এই তথ্য পেয়েছেন। সব এনুমারেশন ফর্ম জমা হওয়ার পরে চূড়ান্ত হিসাব পাওয়া যাবে। সে ক্ষেত্রে বাদ পড়ার সংখ্যা যে অনেক বেশি হবে, তা এক প্রকার নিশ্চিত বলেই মনে করছে কমিশন।

advertisement

আরও পড়ুন– পারফরম্যান্সই শেষ কথা দলে, ফের কড়া বার্তা অভিষেকের

এই ১০ লক্ষের মধ্যে অন্তত ৬.৫ লক্ষ মৃত ভোটার রয়েছেন। এ ছাড়াও রয়েছেন একাধিক জায়গায় নাম, স্থানান্তরিত এবং নিরুদ্দেশ ভোটারও। বাদ পড়ার ক্ষেত্রে শতাংশের বিচারে উত্তর কলকাতা এগিয়ে রয়েছে। কমিশন সূত্রে খবর, চলতি সপ্তাহের মধ্যে পুরো তথ্য চলে আসার কথা। তখন এই সংখ্যাটি কত দাঁড়ায় তা দেখার। ২০২৫ সালের ২৭ অক্টোবরের তালিকা থেকে মোট কত নাম বাদ পড়ল তা জানা যাবে খসড়া তালিকা প্রকাশের পরে। আগামী ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন।

advertisement

আরও পড়ুন– ‘শিথিলতা দেখানো চলবে না…’ স্পষ্ট বার্তা অভিষেকের, বেশ কয়েকটি জেলায় বিশেষ দায়িত্বে ‘স্পেশাল ১৪’

সেরা ভিডিও

আরও দেখুন
ধান কাটার মরশুমে বাঁকুড়ায় দলছুট দাঁতাল, বিভিন্ন রেঞ্জে রয়েছে আরও শ'খানেক
আরও দেখুন

কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এখনও পর্যন্ত SIR-এর যা কাজ হয়েছে, তাতে রাজ্যের পাঁচটি জেলা এগিয়ে রয়েছে। পূর্ব বর্ধমানে ৬৬.৪৭ শতাংশ, আলিপুরদুয়ারে ৬৬.৪১ শতাংশ, উত্তর দিনাজপুরে ৬৫.৪৩ শতাংশ, মালদহে ৬৬.২৩ শতাংশ এবং পূর্ব মেদিনীপুরে ৬৫.২৭ শতাংশ কাজ হয়ে গিয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্যের মধ্যে সবচেয়ে ভাল কাজ হয়েছে উত্তর ২৪ পরগনার গোসাবায়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR in West Bengal: এসআইআরে বাংলায় বাদ পড়তে পারে অন্তত ১০ লক্ষ নাম ! এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানাল কমিশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল