আরও পড়ুন: নতুন সংসদ ভবনের মাথায় ৯৫০০ কেজির অশোক স্তম্ভ, উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
জ্যোতি বসুর জন্মদিন উপলক্ষে ৮ জুন কলকাতার প্রমোদ দাশগুপ্ত ভবনে বক্তব্য পেশ করতে আসেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। সীতারাম ছাড়াও সেখানে বক্তা হিসেবে সেখানে উপস্থিত ছিলেন বিমান বসু ও সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বক্তব্য পেশ করার সময় সীতারাম শ্রোতাদের জিজ্ঞেস করেন কোন ভাষায় তাঁরা শুনতে চান। শ্রোতাদের মধ্যে থেকে বাংলা, হিন্দি ও ইংরেজি এই তিনটে ভাষায় বলার জন্য অনুরোধ আসে। এই সমস্যায় মেটাতে হস্তক্ষেপ করেন বিমান বসু। তিনি জানিয়ে দেন সীতারাম যে ভাষায় স্বচ্ছন্দ সেই ভাষাতেই বলবেন। সীতারাম ইংরেজি হিন্দি মিশিয়েই বলছিলেন। এমন সময় চিরকুট। এর পর সীতারাম জানান এতগুলো ভাষা জানায় এর আগেও তিনি সমস্যায় পড়েছিলেন।
advertisement
আরও পড়ুন: ৬২০০ কোটি টাকার ঋণখেলাপি মামলার শাস্তি, বিজয় মালিয়ার ৪ মাসের জেল, ২ হাজার জরিমানা!
এমন কী জ্যোতিবাবু নিজে তাঁকে 'ভয়ঙ্কর মানুষ' বলেছিলেন। কেনও? তিনি বলেন, "একবার কোনও একটা কর্মসূচিতে আমি জ্যোতিবাবুর সঙ্গে বাংলায় কথা বলছিলাম, হরকিষান সিং সুরজিতের সঙ্গে পাঞ্জাবিতে কথা বলছিলাম। আর অন্ধ্রপ্রদেশের নেতাদের সঙ্গে আমার মাতৃভাষা তেলগুতে কথা বলছিলাম। এমন দেখে জ্যোতিবাবু বলছিলেছিলেন তুমি খুব ভয়ঙ্কর। তিনজনের সঙ্গে তিন ভাষায় কথা বলছো। তুমি সবার কথা বুঝছো। অথচ বাকিরা একে অন্যের কথা বুঝতে পারছে না।" এই কথা শুনে হাসির রোল ওঠে প্রেক্ষাগৃহে। এর পর তিনি বলেন, "ইংরেজিতে বলতে যে সময় লাগে বাংলায় বলতে গেলে তার চাইতে একটু বেশি সময় লাগে।" যাই হোক ফের বক্তব্য শুরু করলেন সীতারাম। ইংরেজি, হিন্দির সাথে বাংলা যোগ করেই বলেন এ বার।
UJJAL ROY