বিমানবন্দর থেকে বেরোনোর সময় চলাফেরায় অসঙ্গতি থাকায় ওই যাত্রীকে আটক করা হয়। এরপর বিমানবন্দরে নিযুক্ত শুল্ক দফতরের এয়ার ইন্টেলিজেন্স শাখার আধিকারিকরা তল্লাশি চালানোর সময় জুতো খুলতেই চক্ষু চড়কগাছ। মোজার ভেতরে ৩৯৯.৪৬০ গ্রাম সোনার পেস্ট উদ্ধার হয়।
আরও পড়ুন: কে গুরুপদ মাঝি? শুক্রবার 'বোমা' ফাটানোর প্রতিশ্রুতি শুভেন্দুর! তোলপাড় বাংলা
ভারতীয় মুদ্রায় যার বাজার মূল্য ২১ লক্ষ ৩৯ হাজার ১০৮ টাকা। পরবর্তী সময়ে ওই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয়। এই সোনা কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এবং কার কাছে সোনা পাচার করার উদ্দেশ্য ছিল? জিজ্ঞাসাবাদ করার পর বাজেয়াপ্ত করা হয় সোনা। যাত্রীকে ছেড়ে দেওয়া হয় বলে শুল্ক দফতরের আধিকারিক সূত্র মারফত খবর।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 17, 2022 11:30 AM IST