পুলিশ হেফাজতের মেয়াদ কমানোর আর্জি জানিয়ে অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালতে আবেদন করতে চলেছেন অভিযুক্তর আইনজীবী। কিন্তু কেন হেফাজতের মেয়াদ কমানোর আর্জি?
অভিযুক্তের আইনজীবীর বক্তব্য, ঘটনার পরের দিনই নির্যাতিতার বাবার বক্তব্য ছিল তাঁর মেয়ের সঙ্গে এমন কিছু ঘটেনি। পরিবার ও নির্যাতিতা মেডিকো লিগ্যাল পরীক্ষায় এখনও সম্মতি দেননি। এই পরিস্থিতিতে কেন অভিযুক্তকে এতদিন পুলিশ হেফাজতের প্রয়োজন?
advertisement
একইসঙ্গে আদালতে আবেদন জানানো হবে, নির্যাতিতার বাবার যে বক্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছে, সেগুলো সব যে তদন্তকারী অফিসার রেকর্ডে নেন অর্থাৎ প্রিজার্ভ করে রাখেন, এই মর্মে আদালতের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন অভিযুক্ত পক্ষের আইনজীবী।
আরও পড়ুন: ছাত্রছাত্রীদের জন্য ৭৫,০০০ টাকার স্কলারশিপ, কী কী সুবিধা? কারা পাবেন? সময় থাকতে আবেদন করুন
জোকা আইআইএম-এর হস্টেলে তরুণীকে ধর্ষণের অভিযোগ ছাত্রের বিরুদ্ধে। সূত্রের খবর, মূল অভিযুক্ত আইআইএম ক্যালকাটা দ্বিতীয় বর্ষের ছাত্র। হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ছাত্রী। হস্টেলে নিয়ে গিয়ে তরুণীকে ঠান্ডা পানীয় খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ। এবার তদন্ত করতে গঠন করা হয়েছে সিট।
রিপোর্টার– অমিত সরকার