TRENDING:

Humayun Kabir Suspended: তৃণমূল থেকে সাসপেন্ড হুমায়ুন কবীর! ঘোষণা ফিরহাদের...পাল্টা নতুন দল গড়ার হুঁশিয়ারি ভরতপুরের বিধায়কের

Last Updated:

এদিন মুর্শিদাবাদে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা৷ সকাল সকাল সেখানেই গিয়েছিলেন হুমায়ুন৷ সেখানেই তিনি খবর পান তাঁকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে৷ সঙ্গে সঙ্গে হুমায়ুন কবীরও জনসভার স্থল থেকে বেরিয়ে যায়। জানান, আগামিকালই তিনি রিজাইন করবেন। আগামী ২২ ডিসেম্বর নতুন দল করবেন বলে হুঁশিয়ারিও দেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

কলকাতা: বেশ কিছুদিন ধরেই চলছিল টানাপড়েনশেষকালে চরমে উঠেছিল মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর এবং তাঁর দল তৃণমূল কংগ্রেসের সংঘাত৷ বৃহস্পতিবার তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে তাঁকে সাসপেন্ড করার কথা ঘোষণা করলেন ফিরহাদ হাকিম৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফরের দিনই সাসপেন্ড করা হল হুমায়নকে

advertisement

এদিন সাংবাদিক বৈঠক করে ফিরহাদ হাকিম জানান, ‘‘দলবিরোধী কাজ করার জন্য ভরতপুরের বিধায়ককে সাসপেন্ড করছে তৃণমূল৷ পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের মতামত নিয়ে হুমায়ুন কবীরকে সাসপেন্ড করা হল৷ ধর্ম নিয়ে যাঁরা ভেদাভেদ করে তার সঙ্গে দলের কোনও সম্পর্ক থাকবে না৷’’

advertisement

আরও পড়ুন: দেশের ৩টি ব্যাঙ্ককে সবচেয়ে নিরাপদ ঘোষণা করে দিল RBI, বিবৃতি জারি করে D-SIB তকমা

ফিরহাদ জানান, আইন শৃঙ্খলা প্রশাসন দেখবে। দলের তরফ থেকে তিনবার বিধানসভায় ডেকে হুমায়ুন কবীরকে সতর্ক করা হয়েছিল৷ এই বিষয় নিয়ে বলা হয়েছিল তিনি শোনেনি বলে জানিয়েছেন ফিরহাদ

advertisement

রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম হুমায়ুনের সাসপেনশনের কথা ঘোষণা বলেন, ‘‘যে ভেদাভেদের রাজনীতি করবে আইন তার ব্যবস্থা নেবে ৷ ভেদাভেদের রাজনীতি করতে দেব না৷ এই ধরনের মানুষের জন্য সাধারণ মানুষের হত্যা হয়৷’’

২০১৯ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন হুমায়ুন৷ সেই কথা মনে করিয়ে দিয়ে ফিরহাদ বলেন, ‘‘ভেদাভেদ করে বাংলায় আগুন লাগানোর চেষ্টা করছেন৷ এটা বিজেপির সুবিধা হবে৷ হুমায়ুনের মতো লোককে দিয়ে বিজেপি এই কাজ করছে৷ এটা বড় ষড়যন্ত্র। আগে থেকে পূর্বপরিকল্পিত ছিল৷’’

advertisement

অন্যদিকে, আজ মুর্শিদাবাদে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা৷ তার আগে সভাস্থলে পৌঁছেছিলেন হুমায়ুন৷ সেখানেই দল থেকে সাসপেনশনের খবর পান৷ হুমায়ুন কবীরও পাল্টা দল ছাড়ার হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তিনি আগামিকালই দল ছাড়বেন৷ তাঁকে ডেকে এনে ষড়যন্ত্র করা হয়েছে বলেও অভিযোগ করেন ভরতপুরের বিধায়ক

আরও পড়ুন: ‘কেন আমার চেয়েও বেশি সুন্দর..,’ তাই ফুটফুটে ৩টে বাচ্চাকে খুন! ছাড়েনি নিজের পেটের ছেলেকেও, পানিপতে প্রকাশ্যে সিরিয়াল কিলার পুনম

ফিরহাদ অবশ্য জানান, ‘‘সভাস্থলে যেতেই পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়েই ওঁকে সাসপেন্ড করা হয়েছেশৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্ত৷’’

দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে দল বিরোধী মন্তব্য করতে দেখা যাচ্ছিল হুমায়ুনকে৷ এমনকি, আলাদা দল তৈরির হুঁশিয়ারি ছুড়ে দিলেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক৷ কিন্তু, গত বুধবার তাঁর এক মন্তব্য চূড়ান্ত বিতর্ক সৃষ্টি করে৷ ৬ ডিসেম্বর NH-34-এর ‘দখল’ নেওয়ার হুঁশিয়ারিও দেন৷ তীব্র অস্বস্তিতে পরে তৃণমূলতারপরেই তৃণমূলের এই সিদ্ধান্ত৷

সেরা ভিডিও

আরও দেখুন
আদ্রা ডিভিশনের রেলকর্মীদের জন্য সুখবর! বিশেষ উদ্যোগ নিল রেল প্রশাসন
আরও দেখুন

বাংলা খবর/ খবর/কলকাতা/
Humayun Kabir Suspended: তৃণমূল থেকে সাসপেন্ড হুমায়ুন কবীর! ঘোষণা ফিরহাদের...পাল্টা নতুন দল গড়ার হুঁশিয়ারি ভরতপুরের বিধায়কের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল