আগুন দ্রুত ছড়িয়ে যাওয়ায় কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক। এই ঘটনায় দ্রুত এলাকায় পৌঁছন উদ্ধারকারীরা। তবে এলাকায় মানুষের আটকে থাকার আশঙ্কা রয়েছে। দমকল ভিতরে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করছে। বস্তিতে আগুন লাগায় শীতের রাতে ঘরবাড়ি হারানোর আশঙ্কায় বহু মানুষ।
advertisement
আরও পড়ুন: চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের তারকা ক্রিকেটার
নিউ টাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রথম ঘটনাস্থলে গিয়েছিল দমকলের পাঁচটি ইঞ্জিন। আগুন লাগার খবর পেয়ে আগুন নেভানোর জন্য হাত লাগান স্থানীয়রা। পাঁচটি ইঞ্জিন পাঠানোর পরেও আগুন নিয়ন্ত্রণে না-আসায় পরে আরও সাতটি ইঞ্জিন যায় সেখানে। তবে এই আগুন লাগারল ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।
তবে কী কারণে ওই বস্তিতে আগুন লাগল তা অবশ্য জানা যায়নি। মনে করা হচ্ছে ওই এলাকায় প্রচুর দাহ্য বস্তু মজুত ছিল, তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে বস্তিটি ঘিঞ্জি এলাকায় হওয়ায় ঢুকতে প্রাথমিক ভাবে সমস্যায় পড়ে দমকল। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল।
