রবিবার ৬-৭ জনের সিআইডির দল হানা দেয় ওই বাড়িতে। বাড়ি ঘিরে চলছে অভিযান। সূত্রের খবর, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের এক ব্যবসায়ী কয়েকমাস আগে সিআইডির জালে ধরা পড়ে। তাকে জেরা করেই গাজলের ব্যবসায়ীর খোঁজ পাওয়া যায়।
আরও পড়ুন:ঝড় তুলেছে সিবিআই, সাত জায়গায় পরপর হানা! তালিকায় বিধায়ক, চেয়ারম্যান, কাউন্সিলররা
সিআইডি সূত্রে জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর বাড়ি থেকে কোটি টাকা উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল দশটা নাগাদ ঘাকশোল এলাকায় সিআইডির একটি দল হানা দেয় জয়প্রকাশ সাহা নামে ওই ব্যবসায়ীর বাড়িতে। এরপর তল্লাশি চালিয়ে একটি বক্স খাটের ভেতর থেকে উদ্ধার হয় ৫০০ এবং ২০০০ টাকার নোটের বান্ডিল।
advertisement
আরও পড়ুন: পুজোর মুখে দারুণ খবর, উত্তরবঙ্গের জন্য স্পেশ্যাল ট্রেন দিল পূর্ব রেল!
সম্ভবত ১ কোটি ৪৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে সিআইডি সূত্রের খবর। টাকা উদ্ধারের পরই নিয়ে আসা হয় টাকা গোনার মেশিন। বর্তমানে টাকা গোনার কাজ চলছে। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ এবং সিআইডি। ঘটনার তদন্তে এসেছেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব।