তবে অনলাইনে নম্বর জমা করলেও সংসদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এক অঙ্কের নয় দুই অঙ্কের নম্বর জমা দিতে হবে। অর্থাৎ practical বা project work এর মার্কস ন্যূনতম দশের বেশি হতে হবে। যদিও সংসদের তরফে সেই বিষয়ে স্পষ্ট করে উল্লেখ করা হয়নি। স্কুলগুলিকে পাঠানো গাইডলাইনে বলে দেওয়া হয়েছে অনলাইনে মাস্ক দেওয়ার সময় নূন্যতম দুই অঙ্কের নম্বর বসাতে পারবে।
advertisement
আরও পড়ুন: শরীরের এ কী অবস্থা জ্যোতিপ্রিয়র! যা দাবি করলেন মন্ত্রী, রীতিমতো আশঙ্কা ছড়াল
সে ক্ষেত্রে কেউ যদি অনুপস্থিত থাকে তাহলে “AB” লিখতে হবে। সংসদে জানানো হয়েছে বাধ্যতামূলকভাবে এবার অনলাইনে মার্কস জমা দিতে হবে স্কুলগুলিকে। কোন তারিখের মধ্যে অনলাইনে মার্কস জমা দিতে হবে তারও বিস্তারিত তারিখ দিয়ে দিয়েছে সংসদ। ৪ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যেই নম্বর জমা দিতে হবে।
আরও পড়ুন: স্করপিও গাড়ির ভিতরে ওরা কী করছে! ঘিরে ধরল পুলিশ, তারপর ঘটল সেই ঘটনা, অবাক পিংলা
পাশাপাশি সংসদের তরফে এও জানানো হয়েছে অনলাইনে নম্বর পাঠিয়ে দিলেও আপাতত স্কুলগুলি ছাত্রছাত্রীদের পরীক্ষার উত্তরপত্র সংরক্ষণ করে রাখবে। প্রয়োজন পড়লে সংসদ সেই প্রাকটিক্যাল বা প্রজেক্ট ওয়ার্কের খাতা গুলি সংগ্রহ করে নেবে। আগামী ১লা ডিসেম্বর থেকে ১৫ ই ডিসেম্বরের মধ্যে উচ্চমাধ্যমিকে প্রাকটিক্যাল ও প্রজেক্ট ওয়ার্কের পরীক্ষা বিভিন্ন স্কুলে স্কুলে অনুষ্ঠিত হবে। সংসদের তরফে স্কুল গুলিকে জানানো হয়েছে যদি কোন স্কুলে কোন বিষয়ে শিক্ষক শিক্ষিকা না থাকে তাহলে পার্শ্ববর্তী কোন স্কুল থেকে শিক্ষক শিক্ষিকাকে প্রাকটিক্যাল পরীক্ষার জন্য নিয়োগ করা যাবে। সে ক্ষেত্রে “নো অবজেকশন” সংসদে কার্যালয় থেকে নিয়েই করতে হবে স্কুলগুলিকে এই নিয়োগ।