TRENDING:

HS Exam: লাখ-লাখ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য বিরাট খবর, তৈরি হল গাইডলাইন! বদলে গেল নিয়ম

Last Updated:

HS Exam: উচ্চ মাধ্যমিকের প্রাকটিক্যাল পরীক্ষা ও প্রজেক্ট ওয়ার্ক নিয়ে বড় আপডেট। অনলাইনে স্কুলগুলিকে দিতে হবে ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গত বছরের তুলনায় এবার এগিয়ে এসেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট ওয়ার্কের নম্বর কীভাবে স্কুলগুলি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে জমা দেবে তা নিয়ে বিস্তারিত গাইডলাইন তৈরি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। গাইডলাইনে সংসদ স্পষ্ট করেছে স্কুলগুলিকে এবার ছাত্রছাত্রীদের প্রজেক্ট মার্কস ও প্র্যাকটিক্যালের নম্বর অনলাইনে জমা দিতে হবে। কীভাবে অনলাইনে স্কুল গুলি মার্কস জমা করবে তার জন্য একটি গাইডলাইনও দিয়েছে সংসদ। এতদিন ধরে স্কুলগুলি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কেন্দ্রীয় কার্যালয় বা আঞ্চলিক কার্যালয় গুলিতে এই নম্বর জমা দিতে আসতো। কিন্তু এবার থেকে সেই ব্যবস্থার পরিবর্তন করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
বদলে যাচ্ছে নিয়ম
বদলে যাচ্ছে নিয়ম
advertisement

তবে অনলাইনে নম্বর জমা করলেও সংসদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এক অঙ্কের নয় দুই অঙ্কের নম্বর জমা দিতে হবে। অর্থাৎ practical বা project work এর মার্কস ন্যূনতম দশের বেশি হতে হবে। যদিও সংসদের তরফে সেই বিষয়ে স্পষ্ট করে উল্লেখ করা হয়নি। স্কুলগুলিকে পাঠানো গাইডলাইনে বলে দেওয়া হয়েছে অনলাইনে মাস্ক দেওয়ার সময় নূন্যতম দুই অঙ্কের নম্বর বসাতে পারবে।

advertisement

আরও পড়ুন: শরীরের এ কী অবস্থা জ্যোতিপ্রিয়র! যা দাবি করলেন মন্ত্রী, রীতিমতো আশঙ্কা ছড়াল

সে ক্ষেত্রে কেউ যদি অনুপস্থিত থাকে তাহলে “AB” লিখতে হবে। সংসদে জানানো হয়েছে বাধ্যতামূলকভাবে এবার অনলাইনে মার্কস জমা দিতে হবে স্কুলগুলিকে। কোন তারিখের মধ্যে অনলাইনে মার্কস জমা দিতে হবে তারও বিস্তারিত তারিখ দিয়ে দিয়েছে সংসদ। ৪ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যেই নম্বর জমা দিতে হবে।

advertisement

আরও পড়ুন: স্করপিও গাড়ির ভিতরে ওরা কী করছে! ঘিরে ধরল পুলিশ, তারপর ঘটল সেই ঘটনা, অবাক পিংলা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পাশাপাশি সংসদের তরফে এও জানানো হয়েছে অনলাইনে নম্বর পাঠিয়ে দিলেও আপাতত স্কুলগুলি ছাত্রছাত্রীদের পরীক্ষার উত্তরপত্র সংরক্ষণ করে রাখবে। প্রয়োজন পড়লে সংসদ সেই প্রাকটিক্যাল বা প্রজেক্ট ওয়ার্কের খাতা গুলি সংগ্রহ করে নেবে। আগামী ১লা ডিসেম্বর থেকে ১৫ ই ডিসেম্বরের মধ্যে উচ্চমাধ্যমিকে প্রাকটিক্যাল ও প্রজেক্ট ওয়ার্কের পরীক্ষা বিভিন্ন স্কুলে স্কুলে অনুষ্ঠিত হবে। সংসদের তরফে স্কুল গুলিকে জানানো হয়েছে যদি কোন স্কুলে কোন বিষয়ে শিক্ষক শিক্ষিকা না থাকে তাহলে পার্শ্ববর্তী কোন স্কুল থেকে শিক্ষক শিক্ষিকাকে প্রাকটিক্যাল পরীক্ষার জন্য নিয়োগ করা যাবে। সে ক্ষেত্রে “নো অবজেকশন” সংসদে কার্যালয় থেকে নিয়েই করতে হবে স্কুলগুলিকে এই নিয়োগ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
HS Exam: লাখ-লাখ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য বিরাট খবর, তৈরি হল গাইডলাইন! বদলে গেল নিয়ম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল