এবার সকালে আবার ন’টা নাগাদ যাত্রীরা জানতে পারেন ট্রেন ছাড়বে দুপুর ১:১০ মিনিটে। অর্থাৎ নির্ধারিত সময়ের সাত ঘণ্টা পরে ছাড়বে ট্রেন। বন্দেভারতের মতো সুপারফাস্ট স্পেশ্যাল ট্রেন, যার ভাড়াও অন্য ট্রেনের চেয়ে বেশি। সেই ট্রেনের এমন বারবার সময় বদল ঘিরে ক্ষুব্ধ যাত্রীরা।
advertisement
দেশের মধ্যে যে ক’টি বন্দেভারত এক্সপ্রেস চালু হয়েছে, তার মধ্যে হাওড়া-পুরী রুটটি অত্যন্ত জনপ্রিয়। এই ট্রেনের যাত্রীসংখ্যা সারাবছরই বেশি থাকে। সম্প্রতি হাওড়া-পুরী বন্দে ভারতের কোচের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে। যে ট্রেনে কোচের সংখ্যা ছিল ১৬। এখন সেই সংখ্যা বেড়ে হয়েছে ২০। ফলে, আসন সংখ্যা বাড়ছে অনেকটাই।
যে সব যাত্রী সকাল থেকে স্টেশনে দাঁড়িয়ে আছেন, তারা রেলের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন। এক যাত্রী সুবীর গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, আমরা পরিবার নিয়ে পুরী যাচ্ছি। আমাদের সঙ্গে অনেক বয়স্ক মানুষ রয়েছেন। বারবার সময় বদল হচ্ছে। গোটা একটা দিনের জেরে আমাদের নষ্ট হল। যাত্রীরা অভিযোগ করলেও কার্যত নিশ্চুপ দক্ষিণ-পূর্ব রেল। কেন এই অবস্থা বন্দেভারতের মতো স্পেশ্যাল ট্রেনের, তা নিয়ে মুখ খুলতে নারাজ তারা।