এই দ্রুত গতির ট্রেন চালু হয়ে গেলে, পুরী থেকে হাওড়ার মধ্যে যাতায়াত দ্রুত ও সহজ হয়ে যাবে। ইতিমধ্যেই যাত্রী পরিষেবার জন্য ট্রেনের বুকিং শুরু হয়ে গিয়েছে। চেয়ার কারের ভাড়া হবে ১২৬৫ টাকা। এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া হবে ২৪২০ টাকা।
পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের ট্রেনের মেন্যুতে কী কী থাকছে ?
advertisement
রেল নীরের জলের বোতল দেওয়া হবে৷ একটি এক লিটারের ৷ একটি ৫০০ মিলি। একটা টেট্রা প্যাক জ্যুস দেওয়া হবে যা ২০০ মিলি’র। একটা বাটার মিল্ক টেট্রা প্যাক দেওয়া হবে ২০০ মিলি’র।
আরও পড়ুন– রাশিফল ১৮ মে; দেখে নিন কেমন যাবে আজকের দিন
স্ন্যাকসে থাকবে একটা ৬০ গ্রাম ওজনের বাটার ভেজ স্যান্ডউইচ। একটা সিঙাড়া। একটা নিমকির প্যাকেট ৷ একটা টম্যাটো কেচআপ ৷ এ ছাড়া এক্সিকিউটিভ ক্লাসে চাহিদার ভিত্তিতে দেওয়া হবে চা।
দুপুরের মেনুতে থাকছে, ১০০ গ্রাম বাসমতী চালের ভাত ৷ দুটো পিস মেথি পরোটা। থাকবে ডাল ৷ ৫০ গ্রাম ওজনের মটর পনির মশলা। মরশুমি সবজি ৷ থাকবে দই ও মিষ্টি। এর মধ্যে দই ৮০ গ্রাম। দু’পিস কালোজাম। সঙ্গে থাকবে ৫০০ মিলিলিটার জলের বোতল।
আপাতত এই মেন্যু স্থির হয়েছে ৷ রাতের খাবারে কোনও বদল আসবে কিনা তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
গতকাল, বুধবার থেকেই হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট বুকিং করা যাচ্ছে ৷ ২০ মে, শনিবার থেকে যাত্রী নিয়ে দৌড়বে এই ট্রেন।
রেল জানিয়েছে, হাওড়া থেকে সকাল ৬টা ১০ মিনিটে ছাড়বে ২২৮৯৫ বন্দে ভারত এক্সপ্রেস। পুরী পৌঁছবে দুপুর ১২টা ৩৫ মিনিটে। পুরী থেকে ওই দিন দুপুর ১টা ৫০ মিনিটে ছাড়বে বন্দে ভারত। হাওড়া পৌছবে রাত ৮টা ৩০ মিনিটে।
১৬ কামরার এই ট্রেন হাওড়া থেকে পুরী যাওয়ার পথে থামবে খড়্গপুর, বালেশ্বর, ভদ্রক, জাজপুর, কেওনঝড়, কটক, ভুবনেশ্বর, খুরদা রোড স্টেশনে।
২০ মে, শনিবার থেকে নিয়মিত চলবে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া-পুরী যাতায়াতে সময় লাগবে সাড়ে ৬ ঘণ্টা। সপ্তাহে শুধু বৃহস্পতিবার চলবে না এই ট্রেন।
হাওড়া-পুরী রুটে এই মুহূর্তে সবচেয়ে দ্রুতগতির ট্রেন হিসাবে রয়েছে হাওড়া-পুরী শতাব্দী। তবে শতাব্দীর থেকেও কম সময়ে যাত্রা শেষ করতে চলেছে বন্দে ভারত।
ট্রায়াল রানে সাড়ে ৬ ঘণ্টার কিছু কম সময়ে ট্রেনটি তার যাত্রাপথ শেষ করে। রেল সূত্রে খবর, এই রুটে বন্দে ভারতের গড় গতিবেগ থাকবে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা। এই বিলাসবহুল ট্রেনে থাকছে ১৪টি এসি চেয়ারকার ও ২টি এক্সিকিউটিভ চেয়ারকার।