Katrina Kaif Fitness Secret: আটত্রিশেও যেন ‘তরুণী’! সৌন্দর্যের জাদুতে তাক লাগিয়ে দেন ক্যাটরিনা! তাঁর ফিটনেসের রহস্যটা ঠিক কী?
- Published by:Siddhartha Sarkar
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
নিজের নিখুঁত দেহসৌষ্ঠব এবং সৌন্দর্য বজায় রাখার জন্য ক্যাটরিনা কসরত তো করেনই, সেই সঙ্গে সঠিক ডায়েটও অনুসরণ করেন।
advertisement
advertisement
সৌন্দর্য আর ফিটনেস ধরে রাখাটা কিন্তু মুখের কথা নয়! নিজের নিখুঁত দেহসৌষ্ঠব এবং সৌন্দর্য বজায় রাখার জন্য ক্যাটরিনা কসরত তো করেনই, সেই সঙ্গে সঠিক ডায়েটও অনুসরণ করেন। দেখে নেওয়া যাক ৩৮ বছর বয়সী অভিনেত্রীর ফিটনেস মন্ত্র। সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, ফিট এবং টোনড বডি ধরে রাখার জন্য ঘণ্টার পর ঘণ্টা ঘাম ঝরান ক্যাটরিনা। ফলে বোঝাই যাচ্ছে যে, দিনের অনেকটা সময়ই তাঁর কাটে জিমে।
advertisement
advertisement
advertisement
চিনির পরিবর্তে তিনি মিষ্টি হিসেবে মধু কিংবা গুড়ের বিকল্প বেছে নেন। কারণ রিফাইন করা চিনির মধ্যে অতিরিক্ত পরিমাণে ক্যালোরি থাকে। যা স্বাস্থ্যের পক্ষে একেবারেই ভাল নয়। তবে অন্য দিকে মধু কিংবা গুড় কিন্তু আমাদের শরীরের জন্য বেশ নিরাপদ। আর এভাবেই কয়েকটি মাত্র নিয়ম মেনেই সুন্দরী এবং তরতাজা থাকেন ক্যাটরিনা।