TRENDING:

Crime News: বেলেঘাটায় ভয়ঙ্কর কাণ্ড! পুত্র সন্তান না হওয়ায় বেদম মারধর, নৃশংস শারীরিক নির্যাতনে মর্মান্তিক মৃত্যু গৃহবধূর, শোক-হাহাকার পরিবারে

Last Updated:

Crime News: পুত্র সন্তান না হওয়ায় বেধড়ক মারধর, দীর্ঘদিন ধরে চলত নির্যাতন৷ গতকাল মৃত্যু হয় বেলেঘাটার গৃহবধূর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেলেঘাটা: পুত্র সন্তান না হওয়ায় বেধড়ক মারধর, দীর্ঘদিন ধরে চলত নির্যাতন৷ গতকাল মৃত্যু হয় বেলেঘাটার গৃহবধূর।পরিবারের অভিযোগ পরিকল্পনা করে খুন করা হয়েছে শ্বেতা সাউকে।
News18
News18
advertisement

ইতিমধ্যেই নারকেলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ জানিয়েছে পরিবার৷ দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছিল এর আগেও একাধিকবার মারধর করেছে তার স্বামী।

আরও পড়ুন-‘দেহব্যবসা করেই এসব কামিয়েছি…!’ টয়লেট থেকে লক্ষ লক্ষ টাকা বেরতেই আদালতে সাফ উত্তর বলি নায়িকার, তারপরই শুরু নরকযন্ত্রণা, জীবনটাই চলে গেল অকালে…

গতকাল ঝামেলার সূত্রপাত হয়, তার বাবা তার শ্বশুরবাড়ি বেলেঘাটায় যখন যান তখন তার সঙ্গে দেখা করতে দেওয়া হয় না।পরবর্তীতে দরজা জোর করে খুলে যখন ঘরে ঢোকে তিনি দেখতে পান অচেতন অবস্থায় পড়ে রয়েছে খাটে হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত বলা হয়। পরিবারের অভিযোগ পরিকল্পনা করে খুন করেছে স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজন।

advertisement

আরও পড়ুন-‘দেহব্যবসা করেই সব শেষ…!’ দু’বার বিয়ে-ডিভোর্স, মদ্যপানে নষ্ট লিভার, অসহ্য নরকযন্ত্রণায় ৩৪ বছরে অকালে মৃত্যু বিখ্যাত বলি নায়িকার, বলুন তো কে?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গত দশ বছর হয়েছে শ্বেতার সঙ্গে রোহিতের বিয়ের৷ তবে কিছু বছর আগে রোহিতের অন্য জায়গায় বিয়ে দিয়ে দেওয়ার জন্য শ্বশুরবাড়ি থেকে বলা হয়েছিল সেই নিয়েও সমস্যা তৈরি হয়। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে, তারপরেই মৃত্যুর সঠিক কারণ কি জানা যাবে, পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Crime News: বেলেঘাটায় ভয়ঙ্কর কাণ্ড! পুত্র সন্তান না হওয়ায় বেদম মারধর, নৃশংস শারীরিক নির্যাতনে মর্মান্তিক মৃত্যু গৃহবধূর, শোক-হাহাকার পরিবারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল