TRENDING:

Hope Foundation: হোপ ফাউন্ডেশনের অনুষ্ঠানে গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, ছোটদের সঙ্গে উদ্বোধন

Last Updated:

Hope Foundation: হোপ ফাউন্ডেশনের অ্যানুয়াল ডে-তে এসে কিংবদন্তি গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া কচিকাঁচাদের সঙ্গে উদ্বোধন করলেন মঞ্চে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: হয়তো অনেক কিছুই পায়নি এই কচিকাঁচারা। কাছে পায়নি বাবা মা প্রিয়জনদের। কিন্তু প্রাপ্তির ঝুলিতে কী জমা হয়েছে, তা নিয়ে চিন্তিত নয় এই খুদেরা। সারা বছর নিজের কাজ নিজে করে, পড়াশোনা করে, খেলাধুলা ও আরও নানারকম বৃত্তিমূলক কাজ শিখে তারা অনেক দূর এগিয়ে যেতে চায়। বছর শেষে তাদেরকেই পুরস্কৃত করার দিন। হোপ ফাউন্ডেশনের অ্যানুয়াল ডে-তে এসে কিংবদন্তি গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া কচিকাঁচাদের সঙ্গে উদ্বোধন করলেন মঞ্চে।
হোপ ফাউন্ডেশনের অ্যানুয়াল ডে
হোপ ফাউন্ডেশনের অ্যানুয়াল ডে
advertisement

হোপ ফাউন্ডেশনের অ্যানুয়াল ডে

উপস্থিত ছিলেন হোপ ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা মওরিন (Maureen Forrest)‌ ও শহরের আরো কয়েক বিদ্ব জনেরা। আবেগে আপ্লুত দিব্যেন্দু জানালেন, "এইসব বাচ্চাদের মধ্যেই প্রতিভার সন্ধান পাওয়া যাবে। ফুটবল ক্রিকেটের মতো দাবা খেলাতেও উঠে আসবে অসাধারণ সব দাবাড়ু, যদি সত্যি সত্যি সঠিক পথে গাইড করা যায়।"

advertisement

আরও পড়ুন: ‘পরেরবার জোর ধাক্কা দেব’, ফের টার্গেট সলমন খান! এবার এল বিষ্ণোইয়ের হুমকি ই-মেল

তাঁর মতে, ভবিষ্যতে এই সব বাচ্চাদের হাতেকলমে দাবার নানান কারিগরি শেখাতে চান। শান দিতে চান তাদের বুদ্ধিতেও। ভবিষ্যতের গ্র্যান্ডমাস্টার এরাও হতে পারে। অনুষ্ঠানে ২৫০-এর বেশি বাচ্চা নাচ-গান নাটকের মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরল।

advertisement

আরও পড়ুন: টাকা দিয়ে অস্কারে প্রবেশ রাজামৌলীর! ‘আরআরআর’-এর জন্য কত খরচ? অঙ্ক শুনলে চমকে যাবেন

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ইংল্যান্ড ও আয়ারল্যান্ড থেকে এসেছিলেন হোপ ফাউন্ডেশনের প্রতিনিধিরা। সংস্থার প্রতিষ্ঠাতা মওরিন বলেন, "অনেক বাচ্চাই পড়াশোনার বদলে অন্যান্য ক্ষেত্রে অনেক বেশি স্বচ্ছন্দ, এটা আমরা লক্ষ করেছি। তাই সবাইকেই জোর করে প্রথাগত শিক্ষায় আবদ্ধ না রেখে নানা রকম ট্রেনিং দেওয়াতেই আমরা বিশ্বাসী। ভবিষ্যতে এই বাচ্চারাই বিভিন্ন ক্ষেত্রে দক্ষ হয়ে উঠবে, সবার মুখ উজ্জ্বল করবে।"

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Hope Foundation: হোপ ফাউন্ডেশনের অনুষ্ঠানে গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, ছোটদের সঙ্গে উদ্বোধন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল