উপস্থিত ছিলেন হোপ ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা মওরিন (Maureen Forrest) ও শহরের আরো কয়েক বিদ্ব জনেরা। আবেগে আপ্লুত দিব্যেন্দু জানালেন, "এইসব বাচ্চাদের মধ্যেই প্রতিভার সন্ধান পাওয়া যাবে। ফুটবল ক্রিকেটের মতো দাবা খেলাতেও উঠে আসবে অসাধারণ সব দাবাড়ু, যদি সত্যি সত্যি সঠিক পথে গাইড করা যায়।"
advertisement
আরও পড়ুন: ‘পরেরবার জোর ধাক্কা দেব’, ফের টার্গেট সলমন খান! এবার এল বিষ্ণোইয়ের হুমকি ই-মেল
তাঁর মতে, ভবিষ্যতে এই সব বাচ্চাদের হাতেকলমে দাবার নানান কারিগরি শেখাতে চান। শান দিতে চান তাদের বুদ্ধিতেও। ভবিষ্যতের গ্র্যান্ডমাস্টার এরাও হতে পারে। অনুষ্ঠানে ২৫০-এর বেশি বাচ্চা নাচ-গান নাটকের মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরল।
আরও পড়ুন: টাকা দিয়ে অস্কারে প্রবেশ রাজামৌলীর! ‘আরআরআর’-এর জন্য কত খরচ? অঙ্ক শুনলে চমকে যাবেন
ইংল্যান্ড ও আয়ারল্যান্ড থেকে এসেছিলেন হোপ ফাউন্ডেশনের প্রতিনিধিরা। সংস্থার প্রতিষ্ঠাতা মওরিন বলেন, "অনেক বাচ্চাই পড়াশোনার বদলে অন্যান্য ক্ষেত্রে অনেক বেশি স্বচ্ছন্দ, এটা আমরা লক্ষ করেছি। তাই সবাইকেই জোর করে প্রথাগত শিক্ষায় আবদ্ধ না রেখে নানা রকম ট্রেনিং দেওয়াতেই আমরা বিশ্বাসী। ভবিষ্যতে এই বাচ্চারাই বিভিন্ন ক্ষেত্রে দক্ষ হয়ে উঠবে, সবার মুখ উজ্জ্বল করবে।"