Salman Khan Receives Threat Mail: ‘পরেরবার জোর ধাক্কা দেব’, ফের টার্গেট সলমন খান! এবার এল বিষ্ণোইয়ের হুমকি ই-মেল
- Published by:Teesta Barman
Last Updated:
Salman Khan Receives Threat Mail: সম্প্রতি তিহার জেল থেকে এক সাক্ষাৎকারে লরেন্স বিষ্ণোই দাবি করেছিলেন, তাঁর জীবনের লক্ষ্য, সলমনের ক্ষতি করা। সেই বিষয়ে উল্লেখ রয়েছে ই-মেলে।
মুম্বই: ই-মেল মারফত বলি তারকা সলমন খানকে হুমকি দেওয়ার অভিযোগে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার এবং রোহিত ব্রারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সলমন মেল-এ হুমকি পেয়েছেন বলে সূত্রের খবর। তার পরেই বান্দ্রা থানায় ভারতীয় দণ্ডবিধির ৫০৬ (২), ১২০ (বি) এবং ৩৪ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। মুম্বইয়ে বলি তারকার বাসভবনের বাইরে নিরাপত্তা জোরদার করা হল পুলিশের তরফে।
সম্প্রতি তিহার জেল থেকে এক সাক্ষাৎকারে লরেন্স বিষ্ণোই দাবি করেছিলেন, তাঁর জীবনের লক্ষ্য, সলমনের ক্ষতি করা। সেই বিষয়ে উল্লেখ রয়েছে ই-মেলে।
advertisement
বান্দ্রা পুলিশের নথিভুক্ত এফআইআর অনুসারে, সলমনের অফিসে যে ই-মেল আইডি ব্যবহার করা হয়, সেখানেই শনিবার বিকেলে হুমকি ই-মেল পাঠানো হয়েছে। মোহিত গর্গ বলে এক জনের আইডি থেকে পাঠানো ই-মেলে বলা হয়েছে, “তোর বস সলমনের সঙ্গে কথা বলতে চান গোল্ডি ভাই (গোল্ডি ব্রার)। সাক্ষাৎকার নিশ্চয়ই এতক্ষণে দেখেই নিয়েছেন তিনি। না দেখলে দেখতে বলে দিস। যদি এই বিষয়টি এবার বন্ধ করতে হয়, তাহলে কথা বলিয়ে দিস। সামনাসামনি কথা বলতে চাইলে জানাস। এবার সময়ের মধ্যে জানালাম, পরবর্তীতে ধাক্কা খাবে।”
advertisement
সাম্প্রতিক সাক্ষাৎকারে বিষ্ণোই দাবি করেছেন, ‘তার জীবনের লক্ষ্য’ সলমন খানকে হত্যা করা। এবং কৃষ্ণসার হত্যার যে অভিযোগ রয়েছে সলমনের বিরুদ্ধে, সেই বিষয়ে বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইলে তবেই এই বিষয়টি বন্ধ হবে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 19, 2023 10:48 PM IST