TRENDING:

পঞ্চমীতে হাই কোর্টের সূত্রে কিডনি প্রাপ্তি পীযূষের, এই খবর মন ভাল করে দেবে

Last Updated:

Durga Puja 2022: হুগলির সিংহেরভেড়ির চিকিৎসক পীযূষকান্তি দে'র (৩৫) দু'টি কিডনি নষ্ট হয়ে যায়। গত বছর চিকিৎসকরা তাঁকে কিডনি প্রতিস্থাপন করার পরামর্শ দেয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মহাপঞ্চমী আনলো সুখবর। হাই কোর্টের সূত্রে কিডনি প্রাপ্তি হতে চলেছে শীঘ্রই। কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে ফৌজদারি মামলা বাধা হতে পারে না। দাতার বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে তিনি কিডনি দান করতে পারবেন না, এই যুক্তি কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। আইনেও এর কোনও সমর্থন নেই। এক চিকিৎসকের কিডনি প্রতিস্থাপন সংক্রান্ত মামলায় পর্যবেক্ষণে এমনটাই জানাল কলকাতা হাই কোর্ট। দ্রুত শুনানি করে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ, স্বাস্থ্য দফতরের উপদেষ্টা বোর্ডকে ১০ দিনের মধ্যে কিডনি প্রতিস্থাপন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। কোনও ভাবেই দেরি করা চলবে না।
হাই কোর্টে দারুণ সিদ্ধান্ত
হাই কোর্টে দারুণ সিদ্ধান্ত
advertisement

হুগলির সিংহেরভেড়ির চিকিৎসক পীযূষকান্তি দে'র (৩৫) দু'টি কিডনি নষ্ট হয়ে যায়। গত বছর চিকিৎসকরা তাঁকে কিডনি প্রতিস্থাপন করার পরামর্শ দেয়। খোঁজ শুরু হয় একই রক্তের গ্ৰুপের কিডনির। মায়ের রক্ত গ্ৰুপের সঙ্গে মিল পাওয়া যায় পীযূষের। কিন্তু মা ক্যানসার আক্রান্ত হওয়ায় কিডনি দিতে পারেননি ছেলেকে। অবশেষে দূর সম্পর্কের আত্মীয় শ্রীরামপুরের বাসিন্দা সুমিত দে'র সঙ্গে রক্তের গ্ৰুপ একই হয় পীযূষের। সুমিত স্বেচ্ছায় কিডনি দান করতে চান পীযূষকে। এর পর কিডনি প্রতিস্থাপনের জন্য রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের কাছে অনুমতির জন্য আবেদন করেন তিনি। গত ১০ অগস্ট অনুমতি গ্রাহ্য করেনি স্বাস্থ্য দফতর। তাদের বক্তব্য, পুলিশের রিপোর্টে জানা গিয়েছে সুমিতের নামে বেশ কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে। ফলে তিনি কিডনি দান করতে পারবেন না।

advertisement

আরও পড়ুন: 'অনৈতিক সিদ্ধান্ত, অত্যন্ত খারাপ', ষষ্ঠীতে নন্দীগ্রামে ক্ষোভে ফেটে পড়লেন শুভেন্দু অধিকারী

স্বাস্থ্য দফতরের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হন পীযূষ। তাঁর আইনজীবী উজ্জ্বল রায়ের সওয়াল, "ফৌজদারি মামলা থাকলে কিডনি দেওয়া যাবে না আইনে এমন কিছু বলা নেই। তা ছাড়া এক জন মানুষের জীবনের থেকেও কি কোনও অভিযোগকে বেশি গুরুত্ব দেওয়া হবে?" তিনি বলেন, "কয়েকটি অঙ্গদানের ক্ষেত্রে আইনগত কিছু সমস্যা দেখা দেয়। সেই কারণে পুলিশের কাছ থেকে রিপোর্ট নেওয়া হয়।" গত বৃহস্পতিবার হাই কোর্টের একক বেঞ্চ রাজ্যের কাছে এ বিষয়ে হলফনামা তলব করে। কিন্তু মামলাকারীর কাছে সেই সময়ের জন্য অপেক্ষা করা সম্ভব ছিল না। তাই পরের দিনই প্রধান বিচারপতির দ্বারস্থ হন তিনি। বিষয়টির গুরুত্ব বুঝে দ্রুত শুনানি করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

advertisement

আরও পড়ুন: পার্থদের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ায় আইনি জটিলতা, অনুমতি মেলেনি সরকারের!

আদালতে রাজ্য জানায়, হুগলির জেলাশাসক কিডনি প্রতিস্থাপনের অনুমতি দিয়েছেন। কিন্তু প্রতিস্থাপন সংক্রান্ত বিষয়ে গঠিত স্বাস্থ্য দফতরের চিকিৎসক বোর্ড ছাড়পত্র দেয়নি। সেই কারণেই প্রতিস্থাপন আটকে রয়েছে। অন্য দিকে, ফৌজদারি মামলা থাকলে কিডনি দিতে আইনত কোনও বাধা নেই তা স্বীকার করে নেয় রাজ্য। উচ্চ আদালতের পর্যবেক্ষণ, আইনে যখন এ বিষয়ে কোনও বাধা নেই, তবে এই যুক্তি দেখিয়ে এক জনের প্রাণকে সংশয়ের দিকে ঠেলে দেওয়ার কোনও দরকার নেই। পীযূষের কিডনি প্রতিস্থাপন নিয়ে স্বাস্থ্য দফতরকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এর মধ্যে মামলাকারী কোনও অসুবিধার সম্মুখীন হলে পূজাবকাশকালীন বেঞ্চের দ্বারস্থ হতে পারবেন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
পঞ্চমীতে হাই কোর্টের সূত্রে কিডনি প্রাপ্তি পীযূষের, এই খবর মন ভাল করে দেবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল