১৬৪ বছর আগে প্রথম পুজো শুরু হয় দাঁ বাড়িতে। তার পরে একের পর এক প্রজন্ম এসেছে। কালের অমোঘ নিয়মে হারিয়ে গিয়েছেন বহু মানুষ। কিন্তু তাও তার প্রভাব পুজোর পড়তে দেননি এই পরিবার। বড়দের শেখানো রীতিকে পাথেয় করেই চিরাচরিত সেই ঐতিহ্যকেই এগিয়ে নিয়ে চলেছেন বর্তমান প্রজন্ম।
আরও পড়ুন: 'আমার বাড়ি, তোমার বাড়ি, হিউস্টনে পুজো মানেই 'দুর্গা বাড়ি'! চলছে জোরদার প্রস্তুতি...
advertisement
আরও পড়ুন: সুদূরে প্রাণের পুজোয় প্রবাসীরা! কোভিড শেষে দুর্গাপুজো ঘিরে ফের উৎসবমুখর অ্যারিজোনা!
এখানকার রীতিনীতিও একটু আলাদা৷ কাঠামো পুজো হয় রথযাত্রার দিন৷ তখন থেকেই পুজোর মরসুম৷ সাজতে শুরু করে ঠাকুরদালান৷ সিল্কের শাড়ি পরেই পুজোর কাজ করেন বাড়ির মহিলারা৷ এখনও সন্ধিপুজোয় কামান গর্জায়। শোনা যায়, সেই শব্দ শুনেই সন্ধিপুজো শুরু করে আশপাশের বারোয়ারিরা। গত বছর কোভিডের কারণে জনসমাগম একটু কম হলেও এ বছর আবার পুরনো ছন্দে ফিরেছে দাঁ বাড়ি৷