ফের ভর্তি প্রক্রিয়া নিয়ে সমস্যা তৈরি হওয়ায় স্থগিত করে দেওয়া হল ইতিহাস বিভাগের ভর্তি ৷ প্রবেশিকা পরীক্ষা নিয়ে ‘অস্বাভাবিকতা’ সৃষ্টি হওয়ায় বিজ্ঞপ্তি তালিকাও প্রত্যাহার করে নেওয়া হল ৷
আরও পড়ুন: আদিবাসীদের কী বার্তা? আজ ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী
সমস্যা শুরু হয় ইতিহাসের পরীক্ষার ফলপ্রকাশ হতেই ৷ উচ্চমাধ্যমিকে নম্বর পেয়েছেন ৮০ শতাংশের উপরে ৷ কেউ কেউ তো ৯৫ শতাংশেরও বেশি ৷ কিন্তু প্রবেশিকায় প্রাপ্ত নম্বর কারও দশ, কারও পাঁচ, কারও বা শূন্য ৷ এ বছর পরীক্ষা দিয়েছিলেন ২১৬ জন ৷ তারমধ্যে ১২০ জনেরই নম্বর দশের নীচে ৷ বিতর্কের সূত্রপাত এখান থেকেই ৷ কেন এরকম ‘অস্বাভিক’ নম্বর, তা নিয়েই প্রতিবাদে নেমেছে ছাত্ররা ৷ ইতিহাসের সমস্ত খাতা পুনর্মূল্যায়নের দাবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়া হয়েছে ৷ বিষয়টি পর্যালোচনা করার আশ্বাস দিয়েছেন কলা বিভাগের ডিন ৷
advertisement