রেশন বণ্টন দুর্নীতি মামলায় তৃণমূল নেতা শেখ শাহজাহানের সন্দেশখালির বাড়িতে তদন্ত গিয়ে আক্রান্ত হতে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের। আক্রান্ত হয় সংবাদমাধ্যমও। আর এই ঘটনায় যাঁর নাম জড়ায় তিনি হলেন শেখ শাহজাহান। ওই এলাকার তৃণমূলের দাপুটে নেতা। ঘটনার বেশ কয়েক দিন কেটে গেলেও এখনও অধরা শেখ শাহজাহান।
আরও পড়ুন- ‘ব্যাগ গোছানো শুরু করুন’, ইডি হানার পরই সুজিত বসুর ‘ভবিষ্যৎ’ জানালেন শুভেন্দু!
advertisement
আরও পড়ুন- বঙ্গ বিজেপিতে প্রবল বিদ্রোহ! প্রার্থী বহিরাগত হলে…সুকান্তর সঙ্গে সংঘাতে বিষ্ণু
সন্দেশখালির ঘটনা নিয়ে আজও উত্তাল রাজ্য রাজনীতি। শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবিতে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি সহ অন্যান্য বিরোধী শিবিরও সরব হয়েছে। সন্দেশখালির ঘটনার পর এখনও নিখোঁজ শাহজাহান। বিরোধীরা প্রশ্ন তুলছেন,’ তাঁর আত্মগোপনের নেপথ্যে তৃণমূল ও প্রশাসনের মদত নেই তো? এই প্রসঙ্গে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু কোথায় আছেন তিনি?
উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান। ইতিমধ্যেই সেই দায়িত্ব আপাতত নিজের হাতে নিয়েছেন তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। এরই মধ্যে কয়েকদিন আগে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাত বলেছিলেন, ‘শাহজাহান নিজের এলাকাতেই আছেন। ঠিক সময়ে তিনি আদালতের দ্বারস্থ হবেন।’ তাঁর আইনজীবীরা ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন বলেও জানান সন্দেশখালির বিধায়ক। অবিলম্বে শেখ শাহজাহানকে গ্রেফতারের কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে এখনও নিখোঁজ শেখ শাহজাহান।