Bengal Bjp: বঙ্গ বিজেপিতে প্রবল বিদ্রোহ! প্রার্থী বহিরাগত হলে...সুকান্তর সঙ্গে সংঘাতে বিষ্ণু

Last Updated:

Bengal Bjp: কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা সাফ জানান,' দল এবারও যদি বহিরাগত প্রার্থী দেয় তবে আমি পার্টিতে থেকে সেই ক্যান্ডিডেটের বিরুদ্ধে নমিনেশন ফাইল করব।' 

সংঘাত বিজেপিতে
সংঘাত বিজেপিতে
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: লোকসভা ভোটের আগে পাহাড় গরম। বিদ্রোহের সুর কার্শিয়ঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার গলায়। তাঁর হুংকার, দল পাহাড়ে বহিরাগত কাউকে প্রার্থী করলে তিনি দলের বিরুদ্ধেই ভোটে দাঁড়াবেন। বিধায়ককে পাল্টা চ্যালেঞ্জ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। ভোটের আগে পাহাড় গরম। বহিরাগত-বিদ্রোহ বিজেপি বিধায়কের।
কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা সাফ জানান,’ দল এবারও যদি বহিরাগত প্রার্থী দেয় তবে আমি পার্টিতে থেকে সেই ক্যান্ডিডেটের বিরুদ্ধে নমিনেশন ফাইল করব।’  ঠান্ডা পাহাড় রাজনীতিতে গরম। কার্শিয়াংঙের বিজেপি বিধায়কের হুংকার, ‘এবারের লোকসভা ভোটে দার্জিলিঙে বহিরাগত কাউকে প্রার্থী করা চলবে না। করলে দলের বিরুদ্ধেই তিনি ভোটে লড়বেন।’
advertisement
আর এতে রীতিমত বিড়ম্বনায় বঙ্গ পদ্ম শিবির। বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার দাবি,’দলকে আমি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে, যদি পার্টি দার্জিলিং জেলা থেকে কোনও প্রার্থী করে তাহলে আমি ওই ক্যান্ডিডেটের কাজ করতে প্রস্তুত আছি। কিন্তু এবারও যদি বহিরাগত দেয় তবে আমি পার্টিতে থেকে সেই ক্যান্ডিডেটের বিরুদ্ধে নমিনেশন ফাইল করব।’
advertisement
দলের বিধায়কের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কার্যত চ্যালেঞ্জের সুরে বলেন,’ এই ধরনের পরিস্থিতি তৈরি হলে দল যা ব্যবস্থা নেওয়ার নেবে। আর উনি যদি প্রার্থী হন তাহলে দেখব উনি কত ভোট পান।’ এক কথায় দলের বিধায়কের বক্তব্য যে বিজেপি রাজ্য কমিটি অনুমোদন করে না বৃহস্পতিবার তাও স্পষ্ট করে দিয়েছেন সুকান্ত মজুমদার। এ ব্যাপারে বিষ্ণুপ্রসাদ শর্মা বলেন, ‘আমাকে প্রার্থী করুন বলিনি তো। যে কোনও একজন পাহাড়ের মানুষকে প্রার্থী করুন আমি জেতাব। আমি তার জন্য ফাইট করব। কিন্ত বারবার যখন আপনারা বাইরের দিচ্ছেন, এবারও যদি দেন তখন তাঁর বিরুদ্ধে নমিনেশন দেবো বলে আমি সিদ্ধান্ত নিয়েছি।’
advertisement
পাহাড়ের এই বহিরাগত উত্তাপের মধ্যেই অমিত শাহের সঙ্গে বৃহস্পতিবার দেখা করেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তা। রাজু বিস্তা দার্জিলিঙের ভূমিপুত্র নন। তিনি মনিপুরের। শেষবার ২০০৪ সালে দার্জিলিঙের ভূমিপুত্র হিসেবে লোকসভায় যান কংগ্রেসের দাওয়া নারবুলা। ২০০৯ সাল থেকে দার্জিলিং লোকসভা আসনটি বিজেপির দখলে।২০০৯ সালে সাংসদ হন যশবন্ত সিং। ২০১৪ সালে এস এস আলুওয়ালিয়া, ২০১৯ -এ রাজু বিস্তা। তিনজনের কেউই পাহাড়ের ভূমিপুত্র নন। বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার কথায় এঁরা বহিরাগত। এবার চব্বিশের লোকসভা ভোটে কী হবে? এ নিয়েই এখন হাওয়া গরম। বিদ্রোহী বিজেপিরই বিধায়ক। পাল্টা তাঁকে চ্যালেঞ্জ ও কড়া বার্তা দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি।
advertisement
এই প্রেক্ষাপটে লোকসভা ভোটের আগে খোদ বিজেপি বিধায়কের হুংকারে যে কিছুটা হলেও ‘বেসামাল’ বঙ্গ বিজেপি তা বলার অপেক্ষা রাখে না। দলের বিধায়কের বক্তব্যে রাজ্য বিজেপির ঘরোয়া কোন্দল আরও প্রকট হলো বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। ভেঙ্কটেশ্বর লাহিড়ী।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal Bjp: বঙ্গ বিজেপিতে প্রবল বিদ্রোহ! প্রার্থী বহিরাগত হলে...সুকান্তর সঙ্গে সংঘাতে বিষ্ণু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement