রূপে মনভোলানো, আর স্বাদে তার তুলনা টানা বৃথা। মাছে-ভাতে বাঙালির ইলিশ প্রীতি চিরকালীন। এহেন বাঙালির জামাই ষষ্ঠীর অনুষ্ঠান ইলিশে জমজমাট হবেই। জামাইদের পাতে রূপোলি শস্য সাজােল শাশুড়ির হাসি যেন আরও চওড়া। কিন্তু এবারে কি জামাই আদরে ভাঁটা পড়বে? বাজার অন্তত সেরকমই বলছে। বাজারের ইলিশের যে দেখা মেলা ভার।
আরও পড়ুন: জানেন কেন হয় জামাই-ষষ্ঠী?
advertisement
ওড়িশা, মুম্বই, বাংলার উপকূল থেকে গত সপ্তাহে জালে ওঠেনি ইলিশ। ইলিশের মরশুম শুরু হয়নি। ভরসা মায়ানমার থেকে আসা প্যাকেজড ইলিশ। গতবছরও সাড়ে চারশ মেট্রিক টন ইলিশ মজুত ছিল। তবে দক্ষিণ চব্বিশ পরগনার মাছ বিক্রেতারা বলছেন, ইলিশ পাওয়া যাবেই।
মৎস্যজীবীরা দাবি করলেও ছবিটা কিন্তু অন্য। জামাই ষষ্ঠীর আগে ইলিশের আকালে মুখ ভার শাশুড়িদের। অনেকে মনে করছেন, খোকা ইলিশ বিক্রিই ইলিশের আকালের জন্য দায়ী। ইতিমধ্যেই রাজ্য সরকারও কঠোর পদক্ষেপ নিয়েছেন।