TRENDING:

Higher Secondary News: সেমিস্টার সিস্টেমে ইচ্ছেমতো টাকা নয়! স্কুল ফি কত নেওয়া হবে, স্পষ্ট নির্দেশ দিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

Last Updated:

শিক্ষা সংসদের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এখন প্রত্যেকটি স্কুল পরীক্ষা ফি বাবদ ৭০ টাকার বেশি নিতে পারবে না। পাশাপাশি, স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, এই টাকা বরাদ্দ খাতেই ব্যবহার করতে হবে, অন্যত্র নয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সেমিস্টারের নামে অতিরিক্ত ফি! অনিয়মে রাশ টানতে স্কুলগুলিকে নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার থেকে একাদশ শ্রেণিতে সেমিস্টার সংক্রান্ত ফি নির্ধারণ করে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। একাদশ শ্রেণি থেকে সেমিস্টার পিছু কত টাকা নিতে পারবে স্কুলগুলি,  তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সংসদের তরফে। প্রত্যেকটি স্কুলের মধ্যে সমতা আনতেই এই নির্দেশ বলে জানানো হয়েছে।
News18
News18
advertisement

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রের খবর, এতদিন উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পিছু ফি কত হবে, তার নির্দিষ্ট সীমা ছিল না। ফলে এক একটি স্কুল এক এক রকম টাকার অঙ্ক ধার্য করত বলে অভিযোগ উঠছিল। একাধিক অভিযোগ আসার পরেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কড়া নির্দেশ দেওয়া হল স্কুলগুলিকে। জেলায় জেলায় স্কুলগুলিকেও একই নির্দেশ দেওয়া হয়েছে। সংসদ নির্দেশিত সেমিস্টার ফি-য়ের থেকে বেশি টাকা নেওয়া হলে স্কুলগুলির বিরুদ্ধে কড়া শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে সংসদ।

advertisement

আরও পড়ুন: ‘তৃতীয় বিশ্ব থেকে আর কাউকে ঢুকতে দেব না’, অভিবাসন নীতি নিয়ে কড়া ঘোষণা ট্রাম্পের, আমেরিকা জুড়ে ধরপাকড়

শিক্ষা সংসদের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এখন প্রত্যেকটি স্কুল পরীক্ষা ফি বাবদ ৭০ টাকার বেশি নিতে পারবে না। পাশাপাশি, স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, এই টাকা বরাদ্দ খাতেই ব্যবহার করতে হবে, অন্যত্র নয়।

advertisement

এ প্রসঙ্গে যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন, “৭০ টাকায় সেমিস্টার পদ্ধতিতে সমস্ত ব্যবস্থা করা কঠিন। তবে শিক্ষা সংসদের নির্দেশ আমরা মানতে বাধ্য। এই টাকার মধ্যে পরীক্ষা নিতে হবে।” তবে, শিক্ষক সংগঠনগুলি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন।

আরও পড়ুন : হয়েছে জগন্নাথ মন্দির, তৈরি হয়েছে অত্যাধুনিক অস্ত্র সজ্জিত QRT! দিঘা নিয়ে বড় সিদ্ধান্ত প্রশাসনের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সবজি বিক্রেতা থেকে হয়ে উঠেছেন অন্নপূর্ণা! বর্ধমানের আগমনী বহু মানুষের অনুপ্রেরণা
আরও দেখুন

একাধিক স্কুল জানাচ্ছে, কম্পোজিট গ্ল্যান্টের টাকা ঠিক মতো পৌঁছয় না। ‌তার উপর পরীক্ষা পরিচালনা মাত্র ৭০ টাকায়। প্রশ্ন ছাপানো, প্রথম সেমিস্টার নিতে হয় ওএমআর শিটে, তার ব্যবস্থা করা। কী করে হবে। শিক্ষা সংসদের ভাবনা চিন্তা করা উচিত বলে জানাচ্ছেন তাঁরা।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Higher Secondary News: সেমিস্টার সিস্টেমে ইচ্ছেমতো টাকা নয়! স্কুল ফি কত নেওয়া হবে, স্পষ্ট নির্দেশ দিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল