TRENDING:

তোলা হল মমতা-অভিষেকের ৫ প্রশ্ন...! জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল

Last Updated:

TMC Election Commission Meet: রাজধানী দিল্লিতে গিয়ে আজ, শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং তাঁর টিমের সঙ্গে দেখা করলেন তৃণমূলের ১০ সদস্যের টিম। এসআইআর শুরু হওয়ার পর ৪০ জন মৃত ব্যক্তির বিস্তারিত তালিকা তুলে ধরা হয়েছে তাঁদের তরফে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: রাজধানী দিল্লিতে গিয়ে আজ, শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং তাঁর টিমের সঙ্গে দেখা করলেন তৃণমূলের ১০ সদস্যের টিম। এসআইআর শুরু হওয়ার পর ৪০ জন মৃত ব্যক্তির বিস্তারিত তালিকা তুলে ধরা হয়েছে তাঁদের তরফে।
জ্ঞানেশ কুমারের সঙ্গে  তৃণমূলের বৈঠক
জ্ঞানেশ কুমারের সঙ্গে তৃণমূলের বৈঠক
advertisement

তৃণমূলের তরফে এদিন রীতিমতো এসআইআর নিয়ে কমিশনকে চরম আক্রমণ করা হয় বৈঠকে। কমিশনের হাতে রক্ত লেগে রয়েছে বলে উল্লেখ করে বৈঠক শুরু হয়। মোট ৫টি প্রশ্ন তুলে ধরা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের পিছু পিছু ঘূর্ণিঝড়…! নতুন করে নিম্নচাপ হুঁশিয়ারি! ৪৮ ঘণ্টায় তাপমাত্রা বাড়বে না কমবে? কী হবে বাংলা জুড়ে? জানিয়ে দিল IMD

advertisement

কল‍্যান বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র এবং মমতাবালা ঠাকুর প্রায় ৪০ মিনিট বক্তব্য রাখেন এদিনের বৈঠকে। তারপর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার প্রায় ১ ঘণ্টা কথা বলেন। তৃণমূলের তরফে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এরপর জানানো হয়, “আমরা আমাদের ৫টি প্রশ্নের যদিও কোনও জবাব পাইনি।”

আরও পড়ুন: মেট্রো যাত্রীদের জন্য বড় সুখবর…! পার্পল লাইনে বাড়ল মেট্রো, কবে থেকে শুরু পরিষেবা? দেখুন সময়সূচি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জিরো ইনভেসমেন্ট বিজনেস, মাসে হাজার হাজার টাকা আয় কচুরিপানা থেকে
আরও দেখুন

প্রসঙ্গত, দলীয় সূত্রে জানানো হয়েছে, সংসদের শীতকালীন অধিবেশনে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হতে চলেছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া শুরুর সঙ্গে সঙ্গে যেভাবে একের পর এক ব্যক্তির মৃত্যুর খবর এসেছে, তা সংসদের উভয় কক্ষে তুলতে চায় তৃণমূল। এই ইস্যুতে পথে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠিও দেন তিনি। এরপরেই আজ কমিশনে গিয়েছিলেন দলের ১০ সদস্যের প্রতিনিধি দল।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
তোলা হল মমতা-অভিষেকের ৫ প্রশ্ন...! জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল