তৃণমূলের তরফে এদিন রীতিমতো এসআইআর নিয়ে কমিশনকে চরম আক্রমণ করা হয় বৈঠকে। কমিশনের হাতে রক্ত লেগে রয়েছে বলে উল্লেখ করে বৈঠক শুরু হয়। মোট ৫টি প্রশ্ন তুলে ধরা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে।
advertisement
কল্যান বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র এবং মমতাবালা ঠাকুর প্রায় ৪০ মিনিট বক্তব্য রাখেন এদিনের বৈঠকে। তারপর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার প্রায় ১ ঘণ্টা কথা বলেন। তৃণমূলের তরফে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এরপর জানানো হয়, “আমরা আমাদের ৫টি প্রশ্নের যদিও কোনও জবাব পাইনি।”
প্রসঙ্গত, দলীয় সূত্রে জানানো হয়েছে, সংসদের শীতকালীন অধিবেশনে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হতে চলেছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া শুরুর সঙ্গে সঙ্গে যেভাবে একের পর এক ব্যক্তির মৃত্যুর খবর এসেছে, তা সংসদের উভয় কক্ষে তুলতে চায় তৃণমূল। এই ইস্যুতে পথে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠিও দেন তিনি। এরপরেই আজ কমিশনে গিয়েছিলেন দলের ১০ সদস্যের প্রতিনিধি দল।
