নিহত সেনা জওয়ান মহারাষ্ট্রের সিতারা জেলার বাসিন্দা ছিলেন৷ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নিহত সেনা জওয়ানের শেষকৃত্য সম্পন্ন করা হয়৷
জানা গিয়েছে, ব্যক্তিগত একটি কাজে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি৷ উল্টো দিক থেকে আসা পণ্যবাহী একটি গাড়ি সরাসরি তাঁর মোটরসাইকেলে ধাক্কা মারে৷ সেই দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷
advertisement
ভারতীয় সেনার হয়ে সেকেন্দ্রাবাদ-শ্রীনগর সেক্টরে কর্মরত ছিলেন ওই সেনা জওয়ান৷ কয়েকদিন আগে তাঁর মায়েরও মৃত্যু হয়৷ তাই সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে আট দিন আগে বাড়ি ফিরেছিলেন তিনি৷ সেনা জওয়ানের মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা দারে গ্রাম এবং সংলগ্ন এলাকা৷
নিহত সেনা জওয়ানের মৃতদেহ তাঁর গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়৷ অথচ কয়েক ঘণ্টা আগে ওই বাড়িই সেনা জওয়ানের মেয়ের জন্মের খবরে খুশিতে ভরে উঠেছিল৷ প্রমোদের মৃত্যুতে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বদলে যায় বাড়ির পরিবেশ৷
সদ্যোজাত মেয়েকে নিয়েই শেষবারের মতো স্বামীকে দেখতে আসেন নিহত সেনা জওয়ানের স্ত্রী৷ হৃদয় বিদারক সেই দৃশ্য দেখে উপস্থিত অনেকেই নিজের চোখের জল ধরে রাখতে পারেননি৷ সরকারি আধিকারিক, প্রাক্তন সেনাকর্মী এবং পরিবারের সদস্য ও বন্ধুদের উপস্থিতিতেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নিহত সেনা জওয়ানের শেষকৃত্য সম্পন্ন হয়৷ সেই ভিডিও পরে সমাজমাধ্যমে ভাইরালও হয়৷ সেনা জওয়ানের মর্মান্তিক পরিণতিতে বহু মানুষ সমবেদনা জানিয়েছেন৷
