নির্দেশে জেলাশাসকের জানানো হয়েছে, ১) ট্রেন পরিষেবা ব্যাহত হলে ডিআরএমদের সঙ্গে যোগাযোগ রাখবেন। ২) বিকল্প ব্যবস্থা হিসাবে পরিবহণ ব্যবস্থা অতিরিক্ত করে ব্যবস্থা করে রাখুন। ৩) দরকার পড়লে সংশ্লিষ্ট রিজিওনাল ট্রান্সপোর্ট অথরিটির সঙ্গে যোগাযোগ করুন, ৪) পরীক্ষার্থীদের সুবিধার্থে সতর্কতামূলক পদক্ষেপ নিতে জেলাশাসকদের নির্দেশ নবান্নের। ৫) ট্রেন পরিষেবার ওপর আমরা নজর রাখছি। আপনারা বিকল্প ব্যবস্থা করে রাখুন পরিবহন মাধ্যমে।
advertisement
এদিকে, আগামিকাল শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষাকেন্দ্রগুলিতে কিছু বিধিনিষেধ মানতে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক পরীক্ষার্থীকে। তাঁরা পরীক্ষার সময় কী করবেন এবং কী করবেন না, তা জানিয়ে নির্দেশিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। নির্দেশিকায় বলা হয়েছে-
১) প্রত্যেক পরীক্ষার দিন অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট আনতে হবে।
২) প্রথম দিন পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে পৌঁছে যেতে হবে পরীক্ষাকেন্দ্রে।
৩) বাকি দিনগুলি পরীক্ষা শুরু হওয়ার আধ ঘণ্টা আগে পৌঁছে যেতে হবে
৪) প্রত্যেক পরীক্ষার দিন অ্যাটেনডেন্স কাম সিগনেচার রোল (এএসআর)-এই সই করতে হবে পরীক্ষার্থীদের।
৫) পেন, পেনসিল, ইরেজার অন্য পরীক্ষার্থীদের থেকে নেওয়া যাবে না।
এছাড়াও বেশ কিছু নিয়ম বিধি মেনেই পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। অন্যদিকে তাঁদের যাতায়াতের সুবিধার জন্য নেওয়া হচ্ছে একাধিক ব্যবস্থা। দেওয়া হয়েছে অতিরিক্ত বাস, ট্রেন পরিষেবাও।