TRENDING:

Higher Secondary Exam 2022: 'উচ্চ মাধ্যমিকে হোম সেন্টারে নজরদারিতে শিক্ষকের অভাব নেই', রাজ্যকে রিপোর্ট দিল ডিআই-রা

Last Updated:

উচ্চ মাধ্যমিকে হোম সেন্টারে পরীক্ষা হলেও কোনও স্কুলে নজরদারির জন্য শিক্ষকের অভাব নেই। শুক্রবার প্রতিটি জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকরা রিপোর্ট দিয়ে এমনটাই জানাল রাজ্য স্কুল শিক্ষা দফতরকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: উচ্চ মাধ্যমিকে হোম সেন্টারে পরীক্ষা হলেও কোনও স্কুলে নজরদারির জন্য শিক্ষকের অভাব নেই। শুক্রবার প্রতিটি জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকরা রিপোর্ট দিয়ে এমনটাই জানাল রাজ্য স্কুল শিক্ষা দফতরকে। প্রসঙ্গত, রাজ্য সরকার শিক্ষকদের বদলির জন্য উৎসশ্রী প্রকল্প চালু করেছে। তার জেরে বিভিন্ন জেলার প্রান্তিক অঞ্চলগুলিতে শিক্ষকদের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে, এমনটাই অভিযোগ শিক্ষকদের একাংশের। উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে হওয়ার জন্য প্রতিটি উচ্চ মাধ্যমিক স্কুলে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। সে ক্ষেত্রে প্রতিটি স্কুলে যাতে পর্যাপ্ত সংখ্যক নজরদারির জন্য শিক্ষক শিক্ষিকা থাকেন, সেটাই নিশ্চিত করতে চাইছে রাজ্য।
advertisement

স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, শুক্রবার এই বিষয় নিয়ে প্রতিটি জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের থেকে রিপোর্ট চায় স্কুল শিক্ষা দফতর। সেই রিপোর্টে ২৪ টি জেলার ২৫ টি স্কুল বিদ্যালয় পরিদর্শক পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা থাকার কথা জানিয়েছে। স্কুল শিক্ষা দফতর সূত্রের খবর, এই বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্কুল শিক্ষা দফতরকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা বলেন। যদিও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে স্কুল- বিদ্যালয় পরিদর্শককে বলা হয়েছে, যদি কোনও স্কুলের শিক্ষক শিক্ষিকার ঘাটতি থাকে, তাহলে নিকটবতী জুনিয়র হাই স্কুল, মাধ্যমিক স্কুল থেকে যেন  শিক্ষক-শিক্ষিকা নিয়ে যাওয়া হয় নজরদারির জন্য।

advertisement

অন্যদিকে, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যে নির্দেশ দিয়েছে, যেদিন যে-বিষয়ে পরীক্ষা হবে, সেই বিষয়ের সঙ্গে যুক্ত শিক্ষক-শিক্ষিকারা কোনওভাবেই নজরদারির দায়িত্বে থাকতে পারবেন না। হোম সেন্টারে পরীক্ষা হওয়ার জন্যই এই সিদ্ধান্ত স্কুলগুলিতে, এমনটাই জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। প্রসঙ্গত এ'বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আট লক্ষেরও বেশি পরীক্ষার্থী। সাড়ে ছয় হাজারের বেশি পরীক্ষাকেন্দ্রে রাজ্যজুড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। একটি জেলা বাদে রাজ্যের সবক'টি জেলাতেই ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি। এদিন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এবং স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে একটি রিভিউ বৈঠক করেন। সেই বৈঠকেই নজরদারির জন্য যাতে শিক্ষক-শিক্ষিকাদের ঘাটতি না হয়, সেই বিষয়ে নিশ্চিত হওয়ার নির্দেশ দেওয়া হয় বলেই সূত্রের খবর।

advertisement

হোম সেন্টার পরীক্ষা হওয়ার জন্য প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই স্পেশাল অবজার্ভার হিসেবে একজন করে থাকবেন। এই স্পেশাল অবজার্ভার সরকারি আধিকারিক হবেন। প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই যাতে স্পেশাল অবজার্ভার হিসেবে সরকারি আধিকারিক থাকেন, সেই বিষয়ে ইতিমধ্যেই স্কুল শিক্ষা সচিব, মুখ্যসচিবের বৈঠক হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে এ' বছরই প্রথম হোম সেন্টারে পরীক্ষা নিচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জগদ্ধাত্রীর আরাধনার মেতে উঠবে কান্দির পাল বাড়ি, চলছে ২০০ বছর ধরে! প্রস্তুতি তুঙ্গে
আরও দেখুন

Somraj Bandopadhyay

বাংলা খবর/ খবর/কলকাতা/
Higher Secondary Exam 2022: 'উচ্চ মাধ্যমিকে হোম সেন্টারে নজরদারিতে শিক্ষকের অভাব নেই', রাজ্যকে রিপোর্ট দিল ডিআই-রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল